এন্টারপ্রাইজ মালিকানা ব্যবস্থায় বিভিন্ন নিয়মের বিরোধিতা করে চীন
  2018-10-15 19:40:16  cri

অক্টোবর ১৫: চীনের রাষ্ট্রীয় পরিষদের রাষ্ট্রীয় সম্পদ তত্ত্বাবধান ও প্রশাসন কমিশনের উপ-মহাসচিব ফেং হুয়া কাং আজ (সোমবার) বেইজিংয়ে বলেন, চীন 'নিরপেক্ষ মালিকানা' ব্যবস্থাকে সমর্থন করে এবং এন্টারপ্রাইজ মালিকানা ব্যবস্থায় বিভিন্ন নিয়ম নির্ধারণের বিরোধিতা করে।

তিনি বলেন, ৪০ বছরের সংস্কার ও উন্মুক্তকরণের পর চীনের রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান সামগ্রিকভাবে বাজার অর্থনীতির সঙ্গে সমন্বিত হয়েছে। চীনের রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের সংস্কারের ধারণা ও লক্ষ্য হলো স্ব-অর্থায়ন, নিজ ঝুঁকি নিয়ন্ত্রণ, নিজস্ব শৃঙ্খলা ও স্ব-উন্নয়নে সক্ষম স্বাধীন সত্তায় পরিণত হওয়া।

(জিনিয়া/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040