চীন আন্তর্জাতিক আমদানি-মেলায় ইউরোপীয় দেশগুলোর প্রতি চীনের প্রত্যাশা
  2018-10-15 19:38:24  cri
অক্টোবর ১৫: ১২তম এশিয়া-ইউরোপ শীর্ষসম্মেলন শীঘ্রই শুরু হবে। এ উপলক্ষ্যে ইইউতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত দলের পরিচালক জিয়াং মিং ইউরোপীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, চীন আন্তর্জাতিক আমদানি এক্সপো আয়োজন করা হলো চীনের প্রেসিডেন্ট ও চীন সরকারের নতুন দফার উচ্চ পর্যায়ের বিশ্বমুখী উন্মুক্তকরণের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

রাষ্ট্রদূত জিয়াং বলেন, বর্তমানে বাণিজ্য সংরক্ষণবাদ আবারও সোচ্চার হচ্ছে। এ প্রেক্ষাপটে চীন আন্তর্জাতিক আমদানি এক্সপো আয়োজন করে আমদানির বিস্তার এবং সরবরাহ কাঠামোর উন্নতিতে সহায়ক হবে, সুষম বাণিজ্য উন্নয়ন এবং চীনা অর্থনীতির উচ্চমানের উন্নয়ন এগিয়ে নেবে।

রাষ্ট্রদূত আরো বলেন, চীন আন্তর্জাতিক আমদানি এক্সপোতে ইউরোপীয় দেশগুলোর অংশগ্রহণ প্রত্যাশা করে চীন। বিভিন্ন দেশের সঙ্গে যৌথভাবে এ মেলাকে একটি উন্মুক্ত সহযোগিতার প্ল্যাটফর্মে পরিণত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

(জিনিয়া/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040