নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী সঙ্গে চীনা প্রধানমন্ত্রী লি'র বৈঠক
  2018-10-15 18:59:52  cri
অক্টোবর ১৫: আজ (সোমবার) চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং হেগের প্রধানমন্ত্রীভবনে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুত্তের সঙ্গে এক বৈঠক করেছেন।

বৈঠককালে চীন ও নেদারল্যান্ডসের সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার প্রশংসা করে প্রধানমন্ত্রী লি বলেন, দু'দেশের উচ্চ পর্যায়ের ঘনিষ্ঠ সফর হয়েছে। বর্তমানে আন্তর্জাতিক জটিলতা এবং অনিশ্চিত উপাদান বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় চীন নেদারল্যান্ডসের সঙ্গে আরো উন্মুক্ত বাস্তব সহযোগিতার মাধ্যমে যৌথভাবে বহুপক্ষবাদ ও অবাধ বাণিজ্য রক্ষা করতে ইচ্ছুক বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী লি।

তিনি আরো বলেন, চীন দৃঢ়ভাবে প্যারিস জলবায়ু চুক্তি রক্ষা করবে এবং সব প্রতিশ্রুতি পালন করার সর্বাত্মক চেষ্টা চালাবে। বিভিন্ন পক্ষের অভিন্ন তবে বিশেষ দায়িত্ব পালনের ভিত্তিতে উন্নয়নশীল দেশগুলোর যুক্তিযুক্ত উদ্বেগের ওপর দৃষ্টি রাখা উচিত্ বলে লি জোর দেন।

রুত্তে বলেন, নেদারল্যান্ডস চীনের সঙ্গে সম্পর্কোন্নয়নের ওপর গুরুত্ব দেয়। তার দেশ চীনের সঙ্গে পারস্পরিক রাজনৈতিক আস্থা সুসংহত করতে, আবর্তনশীল অর্থনীতি, শহরায়ন ও বুদ্ধিমান শহরসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সম্ভাবনা খুঁজে বের করতে এবং নিয়মভিত্তিক বহুপক্ষবাদ ও অবাধ বাণিজ্য ব্যবস্থা রক্ষা করতে ইচ্ছুক বলে উল্লেখ করেন রুত্তে।

বৈঠকের পর প্রধানমন্ত্রীদ্বয় দু'দেশের আর্থ-বাণিজ্য, অর্থ, জ্বালানি ও কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি সহযোগিতা দলিল স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। লিলি/তৌহিদ

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040