চীন সাফল্যের সঙ্গে দুটি পেইতৌ উপগ্রহ নিক্ষেপ করেছে
  2018-10-15 18:59:09  cri

অক্টোবর ১৫: আজ (সোমবার) দুপুর ১২টা ২৩ মিনিটে চীনের সিছাং উত্ক্ষেপণ কেন্দ্র থেকে লংমার্চ থ্রিবি পরিবাহক রকেটের মাধ্যমে সাফল্যের সঙ্গে দুটি পেইতৌ ন্যাভিগেশন উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে।

এ দুটি উপগ্রহ তিন ঘণ্টারও বেশি সময় উড্ডয়নের পর সুষ্ঠুভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে। তারপর কিছু পরীক্ষা-নিরীক্ষার পর নিজস্ব কাজ শুরু করবে ও সেবা প্রদান শুরু করবে বলে আশা করা হচ্ছে।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040