চিনশা নদীর ইয়ানসাই হ্রদের পানির উচ্চতা স্বাভাবিক; কোনো প্রাণহানি ঘটেনি
  2018-10-15 13:28:54  cri

অক্টোবর ১৫: বর্তমানে চিনশা নদীর ইয়ানসাই হ্রদের পানির উচ্চতা স্বাভাবিক আছে এবং বন্যার অতিরিক্ত পানি ইয়ুননানে পৌঁছেছে। চীনের জরুরি দুর্যোগ-মোকাবিলা দফতর এ-তথ্য জানিয়েছে। গতকাল (রোববার) সন্ধ্যা ৫টা পর্যন্ত সিছুয়ান, তিব্বত ও ইয়ুননানে বড় বন্যা বা প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি বলেও জানায় দফতর।

জরুরি দুর্যোগ-মোকাবিলা দফতারের কর্মকর্তারা একই দিনে দুই বার জরুরি সভায় বসেন এবং ঝুঁকিপূর্ণ অঞ্চলে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে ভিডিও-যোগাযোগের মাধ্যমে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। সভায় নদনদীর পানিবৃদ্ধি, বিভিন্ন অঞ্চলে ভূমিধস ও সেতু ধ্বংসের ওপর বিশেষ নজর রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে, ইয়ুননানের জনবহুল এলাকার নদনদীর পানিবৃদ্ধির ওপর নিবিড় নজর রাখার ওপর গুরুত্বারোপ করা হয় সভায়। পাশাপাশি, তিব্বত ও সিছুয়ান অঞ্চলের দুর্যোগকবলিত লোকজনের বাসস্থান সমস্যা ও আসন্ন শীতকালে তাদের সম্ভাব্য প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সাহায্য করতেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040