চীনা প্রধানমন্ত্রীর নেদারল্যান্ডস সফর শুরু
  2018-10-15 13:26:43  cri

অক্টোবর ১৫: স্থানীয় সময় গতকাল (রোববার) চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং আমস্টারডামের স্কিফোল বিমানবন্দরে পৌঁছে আনুষ্ঠানিকভাবে তাঁর নেদারল্যান্ডস সফর শুরু করেন।

প্রধানমন্ত্রীর স্ত্রী ছেং হোং, জাতীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস প্রেসিডেন্ট ও জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটির প্রধান হ্য লি ফেংসহ বিভিন্ন কর্মকর্তা প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন।

বিমানবন্দরে পৌঁছে লি খ্য ছিয়াং বলেন, চীনের সঙ্গে সবচেয়ে আগে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে যেসব পশ্চিমা দেশ, নেদারল্যান্ডস তাদের অন্যতম। ২০১৪ সালে চীনা প্রেসিডেন্টের নেদারল্যান্ডস সফরের মাধ্যমে দু'দেশের মধ্যে সম্পর্ক সার্বিক সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত হয়। এবারের সফরের মাধ্যমে দু'দেশের মধ্যে রাজনৈতিক আস্থা ও সহযোগিতা গভীরতর হবে এবং বহুপক্ষবাদ, বিশ্বায়ন, ও অবাধ বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে দু'দেশের মধ্যে মতৈক্য প্রতিষ্ঠিত হবে বলেও তিনি আশাবাদ প্রকাশ করেন।

সফরকালে লি খ্য ছিয়াংয়ের নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করা, বিভিন্ন সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করা, এবং নেদারল্যান্ডসের রাজা ও সংসদের স্পিকারের সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040