দেইর আল-জৌরে হামলায় হোয়াইট ফসফরাস ব্যবহার করেছে আন্তর্জাতিক জোট: সিরিয়ার অভিযোগ
  2018-10-15 11:23:38  cri
অক্টোবর ১৫: পূর্ব সিরিয়ার দেইর আল-জৌরের আবাসিক এলাকায় হামলার সময় সম্প্রতি আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ হোয়াইট ফসফরাস ব্যবহার করেছে আন্তর্জাতিক জোট। সিরীয় সরকার এ-অভিযোগ করে এর তীব্র নিন্দা জানিয়েছে। গতকাল (রোববার) সিরীয় বার্তাসংস্থা এ-তথ্য জানায়।

বার্তাসংস্থা জানায়, রোববার জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে যে, ১৩ ও ১৪ অক্টোবর দেইর আল-জৌরের হাজিন শহরের কয়েকটি আবাসিক এলাকায় হোয়াইট ফসফরাসসমৃদ্ধ বোমা নিক্ষেপ করে আন্তর্জাতিক জোট। এতে শিশু ও নারীসহ বহু বেসামরিক নাগরিক হতাহত হয়।

চিঠিতে বলা হয়েছে, সিরীয় জনগণের বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের ইচ্ছাকৃতভাবে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছে, যা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

চিঠিকে নিরাপত্তা পরিষদকে এ-ব্যাপার তদন্ত চালাতে আহ্বান জানানো হয়। পাশাপাশি, সিরিয়ার মাটিতে যুক্তরাষ্ট্রসহ সকল দেশের সৈন্যদের সরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশাবাদ প্রকাশ করা হয় এতে।(সুবর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040