ইরান প্রশ্নে গত ৪০ বছরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে নিষ্ঠুর সরকার হচ্ছে ট্রাম্প প্রশাসন: রুহানি
  2018-10-15 11:23:29  cri
অক্টোবর ১৫: ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তাঁর দেশের প্রশ্নে গত ৪০ বছরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে নিষ্ঠুর সরকার হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বর্তমান প্রশাসন। গতকাল (রোববার) তেহরান বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে এ-মন্তব্য করেন তিনি।

ভাষণে রুহানি বলেন, যুক্তরাষ্ট্র ইরান-পরমাণু-চুক্তি থেকে সরে গিয়ে এবং তেহরানের ওপর পুনরায় শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করে, ট্রাম্প প্রশাসন জয়ী হতে পারবে না; শেষপর্যন্ত ইরানেরই বিজয় হবে। ইরান ইতোমধ্যেই এই প্রশ্নে সংযম বজায় রেখে আন্তর্জাতিক সমাজের সমর্থন অর্জন করেছে।

রুহানি অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে ট্রাম্প সরকারের শাস্তিমূলক ব্যবস্থার মূল লক্ষ্য তেহরানে ক্ষমতার পালাবদল। তবে ইরানি জনগণ ঐক্যবদ্ধভাবে এই সংকট কাটিয়ে উঠবে।

উল্লেখ্য, মে মাসে ইরান-পরমাণু-চুক্তি থেকে সরে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। ফলে, মার্কিন-ইরান সম্পর্কের দ্রুত অবনতি ঘটে। আগামী নভেম্বরে ইরানের বিরুদ্ধে দ্বিতীয় দফা শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। (রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040