চীনের বিরুদ্ধে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সকল অভিযোগ যুক্তিহীন: ওয়াশিংটনে চীনা রাষ্ট্রদূত
  2018-10-15 10:34:03  cri
অক্টোবর ১৫: যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ছুই থিয়েন খাই বলেছেন, সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বেইজিয়ের বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করেছেন, সেগুলো যুক্তিহীন। তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফক্স টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাত্কারে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক ও কোরিয়ার পরমাণু ইস্যুতেও চীনের অবস্থান তুলে ধরেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্টের প্রমাণহীন অভিযোগ প্রসঙ্গে ছুই থিয়েন খাই বলেন, অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না-করা চীনের কূটনীতির মূল বিষয়। এই নীতি মেনে চলার ব্যাপারে চীন খুব আন্তরিক।

চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধ প্রসঙ্গে ছুই থিয়েন খাই বলেন, কে বাণিজ্যযুদ্ধ শুরু করেছে, তা স্পষ্ট ও গুরুত্বপূর্ণ। চীন বাণিজ্যযুদ্ধ চায় না। কারণ, এই যুদ্ধে কেউ বিজয়ী হতে পারে না। চীনের রফতানিপণ্যের ওপর যুক্তরাষ্ট্র অযৌক্তিকভাবে অতিরিক্ত শুল্ক আরোপ করায়, চীনকেও পাল্টা ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে।

কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা প্রসঙ্গে ছুই থিয়েন খাই বলেন, চীন ও যুক্তরাষ্ট্র কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করতে এবং এতদঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে একমত। এ কারণেই চীন সিঙ্গাপুরে ট্রাম্প-উন বৈঠককে সমর্থন করেছে। এখন আসন্ন ট্রাম্প-উন দ্বিতীয় বৈঠকের ফলাফল দেখার জন আগ্রহ নিয়ে অপেক্ষা করছে চীন। (রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040