এশিয়া-ইউরোপ বাস্তব সহযোগিতা গভীরতর করা উচিত: ইইউ'তে চীনা প্রতিনিধি
  2018-10-15 10:24:41  cri
অক্টোবর ১৫: এশিয়া-ইউরোপ সম্মেলন শুরুর পর ২২ বছর অতিক্রান্ত হয়েছে। এশীয় ও ইউরোপীয় দেশগুলোর যৌথ প্রচেষ্টায়, এই দুই মহাদেশের বিভিন্ন দেশ অনেক সুফল অর্জন করেছে। দুই মহাদেশের সহযোগিতার ভবিষ্যতও উজ্জ্বল। এ-অবস্থায় এশিয়া-ইউরোপ সহযোগিতা গভীরতর করা উচিত। দ্বাদশ এশিয়া-ইউরোপ শীর্ষসম্মেলনের প্রাক্কালে ইইউ'র গণমাধ্যম ইউর‍্যাকটিভ'কে দেওয়া এক সাক্ষাত্কারে সম্প্রতি এসব কথা বলেন ইইউ'তে চীনা প্রতিনিধিদলের নেতা চাং মিং।

তিনি বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে এশিয়া ও ইউরোপের বিভিন্ন পক্ষের উচিত, এবারের শীর্ষসম্মেলনে আন্তর্জাতিক শৃঙ্খলা ও বৈশ্বিক অবাধ বাণিজ্যিক ব্যবস্থা রক্ষার ওপর গুরুত্বারোপ করা।

তিনি আরও বলেন, চীন দেশটি বরাবরই ইতিবাচক অংশগ্রহণ ও মতৈক্য বাড়ানো এবং সহযোগিতা জোরদারের চেতনায় এশিয়া-ইউরোপ সম্পর্ক উন্নয়নের প্রক্রিয়ায় অংশগ্রহণ করে আসছে। চলতি বছরের সম্মেলনের সুষ্ঠু আয়োজনকেও সমর্থন করে চীন। বিভিন্ন পক্ষের সঙ্গে বহুপক্ষীয়বাদ, এশিয়া-ইউরোপ অংশীদারিত্বের সম্পর্ক জোরদার এবং উন্মুক্তকরণ ও সহনশীলতার ভিত্তিতে, এশিয়া-ইউরোপ সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক চীন। (রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040