সোমবার ১২৪তম চীন আমদানি-রপ্তানি বাণিজ্যমেলা উদ্বোধন
  2018-10-14 18:16:35  cri

অক্টোবর ১৪: সোমবার চীনের ১২৪তম আমদানি-রপ্তানি বাণিজ্যমেলা কুয়াংচৌ শহরে উদ্বোধন করা হবে। মেলা কর্তৃপক্ষ এক সাংবাদিক সম্মেলনে জানায়, মেলার মৌলিক প্রস্তুতিকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

কুয়াংচৌ বাণিজ্যমেলার মুখপাত্র স্যু বিন জানান, এই বাণিজ্যমেলায় অতীতের সামগ্রিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। মেলা তিন পর্যায় বিভক্ত। মেলার মোট আয়তন ১১ লাখ ৮৫ হাজার বর্গমিটার। এবার প্রদর্শনী বুথ রয়েছে ৬০ হাজার ৬৪৫টি। দেশি-বিদেশি মোট ২৫ হাজার ৫৮৩টি শিল্পপ্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নেবে।

স্যু বিন আরো বলেন, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ শুরুর পর, কুয়াংচৌ বাণিজ্যমেলায় অংশগ্রহণকারী ৬০ শতাংশ বিদেশি কোম্পানি 'এক অঞ্চল, এক পথ' বরাবর দেশগুলো থেকে এসেছে। বাণিজ্যমেলায় ২০টি ফোরাম অনুষ্ঠিত হবে। এতে আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন, বাণিজ্য ঝুঁকি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, চীন-মার্কিন বাণিজ্য-সংঘাতসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা অনুষ্ঠিত হবে।

(জিনিয়া/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040