জাকার্তায় তৃতীয় এশিয়া প্যারালিম্পিক শেষ
  2018-10-14 18:15:24  cri

অক্টোবর ১৪: তৃতীয় এশিয়া প্যারালিম্পিক গেমস গতকাল (শনিবার) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শেষ হয়েছে। এতে চীনের খেলোয়াড়রা ১৭২টি স্বর্ণপদক, ৮৮টি রৌপ্যপদক এবং ৫৯টি ব্রোঞ্জপদক জয় করে পদক তালিকায় প্রথম স্থান অধিকার করেছে।

দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া ও ইরান। আগামী এশিয়া প্যারালিম্পিক গেমস্ চীনের হাংচৌ শহরে অনুষ্ঠিত হবে। এবার সমাপনী অনুষ্ঠানে 'হাংচৌ—আমাদের অভিন্ন স্বদেশ' নামে একটি ভিডিও প্রদর্শন করা হয়। ভিডিওতে ২০২২ সালে হাংচৌ শহর দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়।

সমাপনী অনুষ্ঠানে হাংচৌ শহরের ডেপুটি মেয়র ওয়াং হং এশিয়া প্যারালিম্পিকের চেয়ারম্যান মেজর রশিদের হাত থেকে এশিয়া প্যারালিম্পিক কমিটির পতাকা গ্রহণ করেন।

উল্লেখ্য, চতুর্থ এশিয়া প্যারালিম্পিক ২০২২ সালে চীনের চ্যচিয়াং প্রদেশের হাংচৌ শহরে অনুষ্ঠিত হবে।

(জিনিয়া/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040