মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়াং ই'র ফোনালাপ
  2018-10-14 16:46:29  cri
অক্টোবর ১৪: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (শনিবার) রাতে মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী লুইস ভিদেজারেইয়ের সঙ্গে ফোনালাপ করেছেন।

টেলিফোনে ভিদেজারেই যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে মেক্সিকোর স্বাক্ষরিত 'যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডার চুক্তির' অবস্থা অবহিত করেন। তিনি বলেন, মেক্সিকো হলো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। সংশ্লিষ্ট চুক্তি কোনো ক্ষেত্রে চীনের সঙ্গে মেক্সিকোর বিনিময়ে প্রভাব ফেলবে না এবং দু'দেশের বাণিজ্য, পুঁজি বিনিয়োগ ও রাজনৈতিক সম্পর্কে কোনো সীমাবদ্ধতা সৃষ্টি করবে না। চীন হলো মেক্সিকোর আস্থাবান অংশীদার। মেক্সিকো চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক উন্নত করতে ইচ্ছুক বলে তিনি জোর দেন।

ফোনালাপে ওয়াং ই বলেন, সার্বিক কৌশলগত অংশীদার হিসেবে চীন ও মেক্সিকো বরাবরই গুরুত্বপূর্ণ ইস্যুতে একে অপরকে সমর্থন দেয় এবং আস্থা রাখে। ওয়াং ই বলেন, নবোদিত বাজার হিসেবে চীন ও মেক্সিকোর উচিত, যৌথভাবে বহুপক্ষবাদ ও অবাধ বাণিজ্যিক ব্যবস্থা রক্ষা করা।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040