কমরেড সি চিন পিংয়ের বই- 'মানবজাতির অভিন্ন লক্ষ্যের সমাজ গঠন অব্যাহতভাবে এগিয়ে নেওয়ার তত্ত্ব' প্রকাশিত
  2018-10-14 16:44:00  cri
অক্টোবর ১৪: 'মানবজাতির অভিন্ন লক্ষ্যের সমাজ গঠন অব্যাহতভাবে এগিয়ে নেওয়ার তত্ত্ব' নামে কমরেড সি চিন পিংয়ের বই 'সেন্ট্রাল পার্টি লিটারেচার প্রেসের' উদ্যোগে আজ (রোববার) চীনে প্রকাশিত হয়েছে।

এতে মানবজাতির অভিন্ন লক্ষ্যের সমাজ গঠনসংক্রান্ত কমরেড সি'র ৮৫টি গুরুত্বপূর্ণ প্রতিবেদন সংকলন করা হয়েছে। বইটিতে মোট ৩ লাখ ২০ হাজার অক্ষর আছে।

উল্লেখ্য, মানবজাতির অভিন্ন লক্ষ্যের সমাজ গঠন এগিয়ে নেওয়া হলো নতুন যুগে চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক কূটনৈতিক চিন্তাধারার গুরুত্বপূর্ণ বিষয়। যা শান্তিপূর্ণ উন্নয়নের পথে এগিয়ে চলা, পারস্পরিক কল্যাণকর উন্মুক্ত কৌশল মেনে চলা এবং চীনা জাতির পুনরুত্থানের মহান স্বপ্ন বাস্তবায়নের জন্য আরো সুবিধাজনক আন্তর্জাতিক পরিবেশ সৃষ্টি করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040