নেপালে তুষারঝড়ে ৮ পর্বতারোহীর প্রাণহানি
  2018-10-13 19:53:35  cri
১৩ অক্টোবর: নেপালের গুর্জা পর্বতে তুষারঝড়ের কবলে পড়ে আট পর্বতারোহী প্রাণ হারিয়েছে। তুষারঝড়ে তাদের তাঁবু বিধ্বস্ত হলে প্রাণহানির এ ঘটনা ঘটে। নেপালী কর্মকর্তারা শনিবার এ তথ্য জানায়।

শনিবার উদ্ধারকর্মীরা আট জনের মরদেহ উদ্ধার করে। এদের মধ্যে সাত জন হচ্ছেন দক্ষিণ কোরিয়ার নাগরিক ও একজন তাদের নেপালি গাইড।

স্থানীয় পুলিশ কর্মকর্তা শৈলেশ থাপা বলেন,'প্রবল তুষারঝড়ের কারণে গাছ-পালা ভেঙে পড়ে এবং তাঁবু ছিন্নভিন্ন হয়ে যায়। এমনকি মৃতদেহগুলোও ছড়িয়ে-ছিটিয়ে ছিলো।'

অপর একজন পর্বতারোহী নিখোঁজ রয়েছে বলেও তিনি জানান।

দলটির আয়োজক সংস্থা ট্র্যাকিং ক্যাম্প নেপালের কর্মকর্তা ওয়াংচু শেরপা বলেন, 'গত ২৪ ঘণ্টায় পর্বতারোহীদের সাথে কোন সংযোগ না ঘটায় তারা ঘটাতে দুর্যোগ সতর্কতা জারি করেন। গ্রামবাসী ও হেলিকপ্টার দিয়ে তাদের সন্ধান করেন।'

দক্ষিণ কোরীয় দলটি ও তাদের গাইড গুর্জা পর্বতের ৭ হাজার ১৯৩ মিটার উচ্চতায় তাঁবু স্থাপন করেছিলো। তারা ভালো আবহাওয়ার জন্য পর্বতের চূড়ায় উঠার জন্য অপেক্ষা করছিলেন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040