জাতিসংঘ সাধারণ পরিষদে মানবাধিকার কাউন্সিলের ১৮টি সদস্যদেশ নির্বাচিত
  2018-10-13 19:15:52  cri

সেপ্টেম্বর ১৩: শুক্রবার নিউ ইয়র্কে ৭৩তম জাতিসংঘ সাধারণ পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এতে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ১৮টি সদস্যদেশ নির্বাচিত হয়েছে। নতুন সদস্যরা ২০১৯ সালের পহেলা জানুয়ারি থেকে নিযুক্ত হবেন।

এবারের নির্বাচিত নতুন সদস্যদেশ হলো: আফ্রিকার বুর্কিনা ফাসো, টোগো, ক্যামেরুন, সোমালিয়া এবং ইরিত্রিয়া; এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভারত, ফিজি, বাংলাদেশ, বাহরাইন এবং ফিলিপিন্স; পূর্ব-ইউরোপের বুলগেরিয়া এবং চেক প্রজাতন্ত্র; ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের বাহামা, উরুগুয়ে এবং আর্জেন্টিনা; পশ্চিম ইউরোপসহ অন্যান্য অঞ্চল থেকে ইতালি, অস্ট্রিয়া ও ডেনমার্ক।

সুইজারল্যান্ডের জেনিভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদরদপ্তর অবস্থিত। মানবাধিকার কাউন্সিলে মোট ৪৭টি আসন আছে। প্রতিবছর মানবাধিকার কাউন্সিলের এক তৃতীয়াংশ সদস্য পুননির্বাচিত হয়। সদস্যদের মেয়াদ ৩ বছর।

(জিনিয়া/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040