চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন উজবেকিস্তানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ আপ্রিপভ
  2018-10-13 16:59:26  cri

অক্টোবর ১৩: গতকাল (শুক্রবার) সন্ধ্যায় দুশানবে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের সঙ্গে উজবেকিস্তানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ আপ্রিপভ বৈঠক করেছেন।

বৈঠকে প্রধানমন্ত্রী লি বলেন, চীন ও উজবেকিস্তান বন্ধুত্বপূর্ণ সুপ্রতিবেশী দেশ এবং সার্বিক কৌশলগত অংশীদার। দু'দেশ অর্থনৈতিক, বাণিজ্যিক, জ্বালানি সম্পদ ও আন্তঃযোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিক গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আলোচনা করেছে। দু'দেশের চেষ্টার মাধ্যমে চীন-উজবেকিস্তান উচ্চ পর্যায়ের রাজনৈতিক সম্পর্কে কার্যকর সহযোগিতা তৈরি হবে। উজবেকিস্তানের সঙ্গে অত্যন্ত কার্যকর ও পরিবেশগত বন্ধুত্বপূর্ণ উৎপাদন ক্ষমতার সহযোগিতা এবং চীনের উন্নয়ন অভিজ্ঞতা বিনিময় করতে ইচ্ছুক বেইজিং। আগামী বছর দুই সরকারের সহযোগিতামূলক ব্যবস্থার সম্মেলন ভালোভাবে আয়োজন করা হবে ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীর করা হবে; যাতে পারস্পরিক কল্যাণ বাস্তবায়িত হয়।

আপ্রিপভ বলেন, দু'দেশের উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক সম্পর্কে অনেক সন্তুষ্ট উজবেকিস্তান। 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে ইতিবাচক সমর্থন দেয় উজবেকিস্তান। তিনি আশা করেন, দ্রুত চীন-উজবেকিস্তান রেলপথ প্রকল্প এগিয়ে নেওয়া, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা এবং অব্যাহত সহযোগিতার আওতা আরো বাড়ানো হবে।

(জিনিয়া/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040