চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের সঙ্গে সাক্ষাত্ করেছেন আফগান প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লাহ
  2018-10-13 16:58:09  cri

অক্টোবর ১৩: গতকাল (শুক্রবার) বিকেলে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের সঙ্গে দুশানবে আফগান প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লাহ সাক্ষাত্ করেছেন।

সাক্ষাতে প্রধানমন্ত্রী লি বলেন, চীন ও আফগানিস্তান ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। দু'দেশ বরাবরই পারস্পরিক সমঝোতা, আস্থা ও সমর্থনকারী রাষ্ট্র। চীন আশা করে, আফগান নিরাপত্তা পরিস্থিতি দ্রুত ভালো হয়ে উঠবে। আফগানিস্তানের উন্নয়নে একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশের জন্য অব্যাহত চেষ্টা ও গঠনমূলক ভূমিকা পালন করবে বেইজিং।

দু'দেশের কার্যকর সহযোগিতা আরো গভীর করে আফগানিস্তানের পুনর্গঠন ও জীবিকা উন্নয়নে সহায়তা দেওয়ার কথা বলেন লি। আফগানিস্তানের সঙ্গে সন্ত্রাসদমন-বিষয়ক সহযোগিতা জোরদার করা ও সেনা-প্রশিক্ষণের আগ্রহ প্রকাশ করেন তিনি। চীন-আফগানিস্তান-পাকিস্তান ত্রিপক্ষীয় সহযোগিতা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা এগিয়ে নিয়ে যাওয়ার কথাও বলেন লি খ্য ছিয়াং।

সাক্ষাতে আবদুল্লাহ বলেন, চীনের জনগণ আফগানিস্তানের ভালো বন্ধু। তার দেশকে চীনের দীর্ঘকালীন সাহায্যের জন্য অনেক ধন্যবাদ জানান তিনি। চীনের সঙ্গে আর্থ-বাণিজ্যিক, কৃষিপণ্য ও সন্ত্রাসদমনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে চায় আফগানিস্তান।

(জিনিয়া/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040