শাংহাই সহযোগিতা সংস্থা 'অবাধ বাণিজ্য অঞ্চল' নির্মাণ করতে পারে
  2018-10-13 15:38:17  cri

অক্টোবর ১৩: দু'দিনব্যাপী শাংহাই সহযোগিতা সংস্থার সদস্যদেশগুলোর সরকারপ্রধান পরিষদের সপ্তদশ সম্মেলন তাজিকিস্তানের রাজধানী দুশানবে শহরে শেষ হয়েছে। সম্মেলনে প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং শাংহাই সহযোগিতা সংস্থার অবাধ বাণিজ্য অঞ্চল নির্মাণের সম্ভাবনা তুলে ধরেছেন। সম্মেলনের যৌথ ইস্তাহারে, বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থা সুসংহত করা এবং যে কোনো ধরনের একতরফাবাদ ও বাণিজ্যিক সংরক্ষণবাদের বিরোধিতা করার ওপর গুরুত্ব দিয়েছে বিভিন্ন পক্ষ।

দুশানবে সম্মেলনে রুশ প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকজন শীর্ষনেতা, কোনো কোনো দেশের বাণিজ্যিক সংরক্ষণবাদ ও একতরফা শাস্তিমূলক আচরণের নিন্দা জানিয়েছেন। বাণিজ্য সংরক্ষণবাদের বিরোধিতা ও বহুপক্ষবাদ রক্ষার ক্ষেত্রে শাংহাই সহযোগিতা সংস্থা অধিকতর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

উল্লেখ্য, এবারের যৌথ ইস্তাহার তার এই প্রস্তাবের ইতিবাচক জবাব দিয়েছে। বিভিন্ন পক্ষ বাণিজ্য ও পুঁজি বিনিয়োগের সুবিধা এগিয়ে নেওয়ার মাধ্যমে ধাপে ধাপে দ্রব্য, পুঁজি, সেবা ও প্রযুক্তির স্বাধীন চলাচল বাস্তবায়নকে সমর্থন দিয়েছে।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040