বাণিজ্যবিরোধ চীনের বৈদেশিক বাণিজ্যে নেতিবাচাক প্রভাব ফেললেও, তা নিয়ন্ত্রণযোগ্য: মুখপাত্র
  2018-10-12 16:29:09  cri
অক্টোবর ১২: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যবিরোধ চীনের বৈদেশিক বাণিজ্যে খানিকটা নেতিবাচক প্রভাব ফেললেও, তা নিয়ন্ত্রণযোগ্য। চীনের রাষ্ট্রীয় শুল্ক প্রশাসনের মুখপাত্র লি কুই ওয়েন আজ (শুক্রবার) বেইজিংয়ে এক সাংবাদিক সম্মেলনে এ-কথা বলেন।

মুখপাত্র বলেন, চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে চীনের বৈদেশিক বাণিজ্য মোটামুটি স্থিতিশীলভাবে উন্নত হয়েছে। এসময় চীনে গুণগত মানসম্পন্ন উন্নয়নের ধারা অব্যাহত ছিল।

মুখপাত্র জানান, প্রথম তিন প্রান্তিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র ও আসিয়ানের সঙ্গে চীনের আমদানি-রফতানির পরিমাণ আগের বছরের একই সময়ের চেয়ে যথাক্রমে ৭.৩, ৬.৫ ও ১২.৬ শতাংশ বেড়েছে। অন্যদিকে, রাশিয়া, পোল্যান্ড ও কাজাখস্তানের সঙ্গে চীনের আমদানি-রফতানি বেড়েছে যথাক্রমে ১৯.৪, ১১.৯ ও ১১.৮ শতাংশ। (রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040