বহুপক্ষবাদ রক্ষা ও আন্তর্জাতিক নিরাপত্তা-চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বান জাতিসংঘে চীনা প্রতিনিধির
  2018-10-12 15:43:13  cri

অক্টোবর ১২: আন্তর্জাতিক সমাজের উচিত একযোগে পহুপক্ষবাদ রক্ষা করা এবং আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করা। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনের প্রথম কমিটির সাধারণ বিতর্কে অংশগ্রহণকালে গতকাল (বৃহস্পতিবার) এ-কথা বলেন চীনা প্রতিনিধিদলের প্রধান ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামরিক নিয়ন্ত্রণ বিভাগের প্রধান ফু ছং। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম কমিটি সাধারণত নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যু নিয়ে কাজ করে।

ফু ছং তার ভাষণে বলেন, বর্তমান বিশ্ব বড় ধরনের সংস্কার ও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধের পরিবর্তে শান্তি ও বিরোধিতার পরিবর্তে সহযোগিতা আন্তর্জাতিক সমাজের অভিন্ন লক্ষ্য। পাশাপাশি, স্নায়ুযুদ্ধের ধারণা ও শক্তির রাজনীতিও এখন সেকেলে হয়ে গেছে। একতরফাবাদ ও সংরক্ষণবাদেরও কোনো স্থান আধুনিক বিশ্বে নেই।

ফু ছং আরও বলেন, মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন এবং স্থায়ী শান্তি ও নিরাপত্তার বিশ্ব গড়ে তোলার জন্য আন্তর্জাতিক সমাজের একসাথে প্রচেষ্টা চালানো উচিত। জাতিসংঘসনদের নীতিকে কেন্দ্র করে আলোচনার মাধ্যমে মতভেদ দূর করতে এবং চলমান আন্তর্জাতিক নীতিমালাকে রক্ষা করতে হবে। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040