প্রথম তিন প্রান্তিকে চীনের আমদানি-রফতানি ৯.৯ শতাংশ বেড়েছে
  2018-10-12 15:26:33  cri

অক্টোবর ১২: চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে চীনের পণ্যবাণিজ্যের পরিমাণ ছিল ২২.২৮ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের চেয়ে ৯.৯ শতাংশ বেশি। চীনের রাষ্ট্রীয় শুল্ক প্রশাসন আজ (শুক্রবার) এ-তথ্য জানায়।

প্রকাশিত তথ্যানুসারে, তিন প্রান্তিকে চীন থেকে রফতানি হয়েছে ১১.৮৬ ট্রিলিয়ন ইউয়ান মূল্যের পণ্য এবং চীনে আমদানি হয়েছে ১০.৪২ ট্রিলিয়ন ইউয়ান মূল্যের পণ্য। এক্ষেত্রে বৃদ্ধির হার যথাক্রমে ৬.৫ শতাংশ ও ১৪.১ শতাংশ। ফলে, বছরের প্রথম তিন প্রান্তিকে চীনের বাণিজ্যে উদ্বৃত্ত থাকে ১.৪৪ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের চেয়ে ২৮.৩ শতাংশ কম।

প্রকাশিত উপাত্ত অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে চীনের আমদানি-রফতানির পরিমাণ আগের দুই প্রান্তিকের তুলনায় বেশি ছিল। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040