দুশানবেতে চীন ও কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
  2018-10-12 13:57:16  cri

অক্টোবর ১২: তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য-দেশগুলোর প্রধানমন্ত্রী পর্যায়ের সপ্তদশ সম্মেলন আয়োজনকালে গতকাল (বৃহস্পতিবার) এক বৈঠকে মিলিত হন চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং ও কাজাখস্তানের প্রধানমন্ত্রী বাখিতজান সাগিনতায়েভ।

বৈঠককালে চীনা প্রধানমন্ত্রী বলেন, চীন ও কাজাখস্তান হচ্ছে আন্তরিক ও আস্থাশীল সুপ্রতিবেশী এবং উপকারিতামূলক সার্বিক কৌশলগত অংশীদার। দু'দেশ পরস্পরের স্থিতিশীল উন্নয়নকে নিজ উন্নয়নের ভাল সুযোগ মনে করে। চীন কাজাখস্তানের সঙ্গে উচ্চ পর্যায়ের আদানপ্রদানের প্রবণতা বজায় রেখে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ এবং কাজাখস্তানের 'উজ্জ্বল পথ' অর্থনৈতিক নীতি সংযুক্ত করে চীন-কাজাখস্তান জ্বালানিসম্পদ সহযোগিতার দৃষ্টান্তের আলোকে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ করতে ইচ্ছুক। দু'পক্ষের বন্দর যোগাযোগ, বাণিজ্যের আকার এবং বহুপক্ষবাদীয় বাণিজ্য সংস্থা ও উন্মুক্ত অর্থনীতি জোরদার করে বাস্তব ফলাফলের মাধ্যমে দু'দেশের জনগণের জন্য কল্যাণ সৃষ্টি করা উচিত।

বৈঠককালে সাগিনতায়েভ বলেন, দু'দেশের বাণিজ্যিক পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে জ্বালানি ক্ষেত্রের সহযোগিতা আরো স্থিতিশীলভাবে সামনে এগিয়ে যাচ্ছে। চীনের সঙ্গে উন্নয়নের পরিকল্পনা সংযুক্ত করে কাজাখস্তানের বন্দরের উন্নয়ন বাস্তবায়ন করে কৃষি পণ্যের রপ্তানি আরো বাড়িয়ে উপকারিতামূলক সম্পর্ক বাস্তবায়ন করতে ইচ্ছুক কাজাখস্তান। (স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040