চীনা মেয়েদের জন্য সম্প্রীতিময় সাইবার পরিবেশ গড়ে তুলতে হবে
  2018-10-12 11:25:55  cri
অক্টোবর ১২: ১১ অক্টোবর হচ্ছে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। গতকাল (বৃহস্পতিবার) নিখিল চীন নারী ফেডারেশনের উদ্যোগে চীনা শিশু ও কিশোর তহবিলের সহায়তায় 'আন্তর্জাতিক শিশু দিবস--২০১৮' শীর্ষক সেমিনার বেইজিংয়ে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, চীনা শিশু ও কিশোরদের নেটওয়ার্ক ব্যবহার দক্ষতা প্রবল, তবে এ থেকে সংশ্লিষ্ট নেতিবাচক বিষয় দেখা দেয়। যেমন নেটওয়ার্কে নির্ণায়ক ক্ষমতা একটু দুর্বল। বিশেষ করে মেয়েরা সহজভাবে সাইবার ঝুঁকির শিকার হতে পারে। সম্মেলনে মেয়েদের জন্য এক সম্প্রীতিময় সাইবার পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান অংশগ্রহণকারী প্রতিনিধিরা।

রিপোর্টে বলা হয়, মেয়েদের সাইবার নিরাপত্তা বাড়ানোর জন্য সামাজিক ও পরিবার পরিবেশের ওপর গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে, স্কুল ও পরিবারের পারস্পরিক যোগাযোগ এখনো ভালভাবে সংযুক্ত হয়নি বলে প্রস্তাবে উল্লেখ করা হয়।

মেয়েদের সুষ্ঠু সাইবার পরিবেশ গড়ে তোলার জন্য যৌথ প্রচেষ্টা চালাতে সরকারি বিভাগ, নেটওয়ার্ক শিল্পপ্রতিষ্ঠান, পরিবার ও স্কুলসহ সংশ্লিষ্টদের প্রস্তাব দেওয়া হয়। (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040