তোমাকে আমার স্বপ্ন দেবো
  2018-10-12 11:36:42  cri




বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আমার একজন প্রিয় কণ্ঠশিল্পী ছি ছিনের গান শোনাতে চাই। ছি ছিন ১৯৬০ সালের ১২ জুলাই চীনের তাইওয়ানের তাইচং শহরে জন্মগ্রহণ করেন। তার বড় বোন একজন বিখ্যাত কণ্ঠশিল্পী। ১৯৮১ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এরপর তিনি সেনাবাহিনীতে গান গাওয়া শুরু করেন। সেনাবাহিনী থেকে অবসর নিয়ে ১৯৮৫ সালে তিনি নিজের অ্যালবাম প্রকাশ করেন। ১৯৮৭ সালে তিনি নিজের লেখা গান 'প্রায় শীতকালে' তাইওয়ানের ১০টি শ্রেষ্ঠ গানের একটি হিসেবে পুরস্কার লাভ করে। জুনিয়র হাইস্কুলে পড়ার সময় নানান ঘটনার সাথে জড়িত থাকার কারণে তাকে যুব-বন্দিশালায় আটক রাখা হয়। তাকে তিন বছর সেখানে আটক রাখা হয়। বাইরে ফিরে আসার পর আগের ভুল শোধরানোর প্রতিশ্রুতি দেন তিনি। ১৯৮০ সালে তিনি নিজের প্রথম গিটার কেনেন। আজকের অনুষ্ঠানে আমি তার 'বাইরের বিশ্ব' নামের একটি গান শোনাতে চাই।

গানের কথা এরকম: 'অনেক অনেক আগে, আমি তোমার ছিলাম, তুমিও আমার। অনেক অনেক আগে, তুমি আমাকে ত্যাগ করে অনেক দূরে চলে গিয়েছিলে। বাইরের বিশ্ব অনেক বিস্ময়কর, বাইরের বিশ্ব অনেক অসহায়ও। যখন তুমি মনে করো বাইরের বিশ্ব খুবই বিস্ময়কর, তখন আমি আন্তরিকভাবে তোমাকে অভিনন্দন জানাই। যখন সূর্যাস্ত হয়, তখন আমি তোমার জন্য অপেক্ষা করি। যদিও আশা এখন বৃষ্টি হয়ে পড়ছে, তবুও আমি এখনো তোমার অপেক্ষা করছি। যখন তুমি মনে করো বাইরের বিশ্ব খুবই অসহায়, তখন আমি এখনো এখানে তোমার অপেক্ষা করি'।

আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

শুনছিলেন 'বাইরের বিশ্ব' নামের গান। এখন আমি আপনাদেরকে আমার আরেকজন প্রিয় কন্ঠশিল্পী ছেন ই স্যুনের গান শোনাতে চাই। গানের শিরোনাম হল 'তোমার সঙ্গে অনেক বছর কাটাবো'। ছেন ই স্যুনের ইংরেজি নাম ইসন ছান। তিনি ১৯৭৪ সালের ২৭ জুলাই চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। তিনি ব্রিটেনের কিংস্টন ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৯৫ সালে তিনি একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেয়ার পর আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে প্রবেশ করেন। ১৯৯৬ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ১৯৯৭ সালে তিনি প্রথমবার চলচ্চিত্রের জন্য গান করেন। তিনি সংগীত ও চলচ্চিত্রের ক্ষেত্রে অনেক মর্যাদা ও পুরস্কার লাভ করেছেন। তার অনেক গান চীনে এমনকি দক্ষিণ-পূর্ব এশিয়ায়ও ভীষণ জনপ্রিয়।

'তোমার সঙ্গে দীর্ঘ বছর কাটাবো' গানটির কথা এমন: 'মানুষ আসছে এবং আমি মধ্য দিয়ে যাচ্ছি। আমি পছন্দ করি না, কিন্তু তারিফ করা উচিত। আমি নীরবতায় থাকি। আমি তোমার বিশ্ব হতে পারি না, কিন্তু তোমার কাঁধ হতে চাই। আত্মসমর্পণের আগে আমি তোমার সঙ্গে থাকতে চাই। তুমি ভবিষ্যতের উত্তর চিন্তা করার আগে আমি তোমার সঙ্গে থাকতে চাই। তোমাকে সাহসে পরিণত করা পর্যন্ত তোমার সঙ্গে থাকতে চাই। বার বার হারিয়ে গেছো, কিন্তু আমি তোমাকে ত্যাগ করিনি। ভবিষ্যত কত দীর্ঘ, কিন্তু আমাদের প্রত্যাশা আছে। তোমার সঙ্গে থাকতে চাই গল্প শেষ হওয়া পর্যন্ত। আমরা শান্তি উপভোগ করি। আমরা শান্তিতে মত বিনিময় করি। আমাদের সুখ লাগে, একাকীত্ব লাগে না'।

আচ্ছা, আমরা এখন গানটি শুনবো।

আচ্ছা, শুনছিলেন 'তোমার সঙ্গে অনেক বছর কাটাবো' গানটি। এখন আমি আপনাদেরকে একটি চীনা রক সংগীত শোনাতে চাই। গানের শিরোনাম 'কিছু নেই'। গেয়েছেন ছুই চিয়ান। তিনি ১৯৬১ সালের ২ অগাস্ট বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি একজন কণ্ঠশিল্পী, সংগীতজ্ঞ, সংগীত-প্রযোজক, গিটারবাদক, চলচ্চিত্র-পরিচালক, অভিনেতা ও চিত্রনাট্যকার। তার সংগীতের শৈলী খুব সমৃদ্ধ। ছুই চিয়ানের বাবা একজন পেশাদার যন্ত্রবাদক, মা একজন নৃত্যশিল্পী। তিনি ছোটবেলা থেকে ভেঁপু বাজানো শেখেন। ১৯৭৯ সালে হাইস্কুল পাশ করার পর তিনি ভেঁপুবাদক হিসেবে বেইজিং সিম্ফনি অর্কেস্ট্রায় কাজ শুরু করেন। তখন চীনে রক, পপ ও জ্যাজ সংগীত ছিল না। তিনি নিজের মূল কাজের বাইরে, কোনো কোনো রেস্তোরাঁয় ইউরোপ, যুক্তরাষ্ট্র ও জাপানের সংগীত বাজাতেন। ১৯৮১ সাল থেকে তিনি গিটার বাজানো শিখতে শুরু করেন। ১৯৮৩ সালে তিনি নিজের প্রথম গান রচনা করেন। গানের শিরোনাম 'আমি আমার গিটারকে ভালবাসি'। ১৯৮৪ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ১৯৮৬ সালের সেপ্টেম্বর তিনি একশ কন্ঠশিল্পীকে সঙ্গে নিয়ে 'কিছু নেই' গানটি গেয়ে চীনের রক সংগীতে নিজের আবির্ভাবের জানান দেন। তিনি চীনের রক সংগীতের জনক বলে পরিচিত।

গানের কথা এমন: 'আমি অনেক বার জিজ্ঞাস করেছি, তুমি কখন আমাকে নিয়ে যাবে। কিন্তু তুমি সবসময় হাসো যেন, আমার কিছু নেই। আমি তোমাকে আমার স্বপ্ন দেবো, মুক্তি দেবো। কিন্তু তুমি এমনভাবে হাসো যেন, আমার কিছু নেই। তুমি কখন আমার সঙ্গে যাবে? নিচে রাস্তা বয়ে গেছে, পাশে নদীতে পানি প্রবাহিত হচ্ছে, কিন্তু তুমি সবসময় এমনভাবে হাসো যেন, আমার কিছু নেই। কেন তুমি হাসা বন্ধ করো না। আমি কি আজীবন তোমার চোখে 'কিছু না'! তোমাকে জানাবো যে, আমি তোমার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছি। আমি তোমার হাত ধরে যাবো। তুমি এক্ষুণই আমার সঙ্গে চলো। এখন তোমার হাত কাঁপছে, তুমি কান্নাকাটি করছো। তুমি কি আমাকে জানাচ্ছো যে, তুমি আমাকে ভালোবাসো, তবুও আমার 'কিছু নেই'!

আচ্ছা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

আচ্ছা, শুনছিলেন চীনা রক সংগীতের জনক ছুই চিয়ানের গান 'কিছু নেই'। এখন আমি আপনাদেরকে একজন নারী কণ্ঠশিল্পীর গান শোনাতে চাই। গানের শিরোনাম হল 'কিছুটা ভাগ্যবান'। গেয়েছেন থিয়ান ফু চেন (হিবি)। তিনি ১৯৮৩ সালের ৩০ মার্চ চীনের তাইওয়ানের সিনচু জেলায় জন্মগ্রহণ করেন। তিনি একজন কণ্ঠশিল্পী ও অভিনেত্রী। তিনি হলেন ব্যান্ড এসএইচই'র একজন সদস্য। তিনি ২০০০ সালে তাইওয়ানের একটি সংগীত প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করেন। প্রতিযোগিতার পর তিনি অন্য দু'জনের সঙ্গে এসএইচই ব্যান্ড প্রতিষ্ঠা করেন। ২০০৫ সাল থেকে তিনি টিভি সিরিজে পরিবেশনা শুরু করেন। ২০১০ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। তিনি এ অ্যালবাম দিয়ে তাইওয়ানের একটি সংগীত প্রতিযোগিতায় চারটি পুরস্কার লাভ করেন।

এখন আমি 'কিছুটা ভাগ্যবান' গানের কথা বাংলায় বলি: 'আমি শুনেছি, বৃষ্টি তৃণভূমিতে পড়ছে। আমি শুনেছি, দূরে ক্লাস শেষের ঘণ্টা বাজছে। কিন্তু আমি তোমার কণ্ঠ শুনিনি। আন্তরিকভাবে আমার নাম ডাকো। আসলে তোমাকে ভালোবাসার সময় আমার অনুভূতি কাজ করে না। বিচ্ছিন্ন হবার পর আমি বুঝেছি, তোমার সঙ্গের সেই সময়টি ছিল অবিস্মরণীয়। কেন তখন আমি জানি নি যে, তোমার সঙ্গে কাটানো সময় হল আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়! হয়ত তখন হাসি ও কান্না নিয়েই ছিলাম ব্যস্ত; আমি তখন উল্কার পেছনে ছুটেছি। মানুষ অবশ্য সহজেই ভুলে যায়। কে বাতাসে ও বৃষ্টিতে অপেক্ষা করেছে? যে মানুষ আমার জন্য বিশ্বের বিরুদ্ধে লড়ার সিদ্ধান্ত নিয়েছিল, যে মানুষ আমার সঙ্গে বৃষ্টিতে ভিজেছে—সে তো তুমিই! তোমার হৃদয় পরিষ্কার। তোমার সঙ্গে পরিচিত হওয়া সত্যিই ভাগ্যের। কিন্তু এখন আমি তোমার জন্য কান্নার অধিকার হারিয়ে ফেলেছি। যে আকাশে তুমি নিজের ভাগ্যের সঙ্গে পরিচিত হয়েছ, তা আমি দেখতে পারি না। সে কত ভাগ্যবান! তরুণ বয়সটা কঠিন ও চ্যালেঞ্জে ভরপুর। তোমার ভালোবাসায় আমি নিজে পরিণত হয়েছি'।

আচ্ছা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন 'কিছুটা ভাগ্যবান' নামের একটি গান। খুবই চমত্কার একটি গান, তাইনা? আশা করি, সবাই গানটি পছন্দ করেছেন। আচ্ছা, আজকের অনুষ্ঠানে আমরা আপনাদেরকে চারটি চীনা গান শুনিয়েছি। এখন কয়েকটি বাংলা গান শোনাবো, কেমন?

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানে কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে আমাদের জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri. Com. Cn। এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040