মিসরের গির্জায় সন্ত্রাসী হামলায় ১৭ জনের মৃত্যুদণ্ড
  2018-10-12 11:23:53  cri
অক্টোবর ১২: মিসরের গির্জায় সন্ত্রাসী হামলায় ১৭জনকে মৃত্যুদণ্ড এবং ১৯জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া, ১০ জনকে ১০ থেকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) মিসরের সামরিক আদালত এই রায় ঘোষণা করে।

সাব্যস্ত হওয়া হামলাকারীদের চরমপন্থী সংস্থা আইএসের সঙ্গে বিভিন্ন মাত্রার সম্পর্ক রয়েছে। যারা গির্জার ওপর তিনবার আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। এই তিনটি হামলার দায় স্বীকার করেছে আইএস।

এ বছরের এপ্রিল মাসে সন্ত্রাসী হামলায় জড়িত ৩৬জনের মৃত্যুদণ্ডের প্রস্তাব সর্বোচ্চ ধর্মীয় সংস্থার কাছে দাখিল করে মিসরের সামরিক আদালত। এদের মধ্যে ১৭জনকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেয় সর্বোচ্চ ধর্মীয় সংস্থা।

সাম্প্রতিক বছরগুলোতে মিসরের নিরাপত্তাবাহিনী ও নিরীহ নাগরিকের বিরুদ্ধে ধারাবাহিক সন্ত্রাসী হামলা চালিয়েছে দেশটির সিনাই উপদ্বীপের আইএস সদস্যরা। (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040