চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য লড়াইয়ের বিরুদ্ধে চীনের পাল্টা ব্যবস্থা শুধু নিজের ন্যায্য স্বার্থ রক্ষার জন্য, মার্কিন অভ্যন্তরীণ ব্যাপারের বিরুদ্ধে নয়
  2018-10-12 11:21:14  cri
অক্টোবর ১২: চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য লড়াইয়ের বিরুদ্ধে চীন যে পাল্টা ব্যবস্থা নিয়েছে, তা শুধু নিজের ন্যায্য স্বার্থ রক্ষার জন্য, মার্কিন অভ্যন্তরীণ ব্যাপারের বিরুদ্ধে নয়। গতকাল (বৃহস্পতিবার) চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কাও ফেং বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এই কথা জানান।

তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের উদ্যোগে চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য লড়াই শুরু হয়। দু'দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতামূলক পরিস্থিতি রক্ষা করতে বাণিজ্যিক লড়াইয়ে জড়াতে চায় না চীন। দু'দেশের আর্থ-বাণিজ্যিক সম্পর্ক রক্ষায় চীনের প্রথম দিকের আশা-আকাঙ্ক্ষা পরিবর্তন হয়নি এবং নিজের ন্যায্য স্বার্থ রক্ষার দৃঢ়প্রতিজ্ঞাও পরিবর্তন হবে না।

দু'পক্ষের বাণিজ্যিক লড়াইয়ের মাধ্যমে মার্কিন ব্যবসা খাতের কর্মকর্তাদের ওপর প্রভাব ফেলার বিষয়ে চীনের সমালোচনা করেছে মার্কিন সংবাদমাধ্যম। এ প্রেক্ষাপটে মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের শিল্পপ্রতিষ্ঠান ও মার্কিন শিল্পপতিদের সবসময় স্বাগত জানায় বেইজিং। এটি বাস্তবতা থেকে বোঝা যায়।

এদিকে, চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য লড়াইয়ের বিরুদ্ধে চীনের পাল্টা ব্যবস্থা মার্কিন অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বলে সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে। (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040