যে-কোনো বাণিজ্যিক সংরক্ষণবাদের বিরোধিতা করে চীন
  2018-10-11 18:17:09  cri
অক্টোবর ১১: 'যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তি' সংক্রান্ত বিষয় নিয়ে অন্য দেশের বৈধ স্বার্থ ক্ষতি করা যাবে না বলে মনোভাব প্রকাশ করেছে কানাডা, তার প্রশংসা করে চীন। একই সঙ্গে বেইজিং যে-কোনো ধরণের বাণিজ্যিক সংরক্ষণবাদ ও দ্বৈতনীতির বিরোধিতা করে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ সব কথা বলেন।

জানা গেছে, সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সঙ্গে কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের ফোনালাপ হয়। ফ্রিল্যান্ড 'যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তি' নিয়ে বলেন, নিজ দেশের অবস্থা অনুযায়ী অন্যান্য দেশগুলোর সঙ্গে অবাধ বাণিজ্যিক চুক্তি-সংক্রান্ত সংলাপ করবে কানাডা।

এ প্রসঙ্গে লু খাং বলেন, উন্মুক্ত, স্বচ্ছ ও সহনশীলতার ভিত্তিতে বিভিন্ন অঞ্চলের নানা অবাধ বাণিজ্যিক কার্যক্রম চালানো হবে বলে চীন আশা প্রকাশ করে। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040