চলতি বছর আফগানিস্তানে সংঘাতে ৮ হাজারেরও বেশি বেসামরিক মানুষ হতাহত
  2018-10-11 18:16:30  cri
অক্টোবর ১১: আফগানিস্তানে জাতিসংঘের সহায়তাদল গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে জানায়, গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আফগানিস্তানে নানা সহিংসতায় নারী ও শিশুসহ ৮০৫০জন বেসামরিক মানুষ হতাহত হয়েছে। এর মধ্যে ২৭৯৮ জন নিহত এবং ৫২৫২জন আহত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন সংঘাত ও সহিংসতায় বেসামরিক মানুষের হতাহতের অবস্থা এখনও আশঙ্কাজনক। এর মধ্যে গত ৯ মাসে নিহতের সংখ্যা ২০১৭ সালের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছ। এটি ২০১৪ সালের পর সংস্থাটির হিসাবে সর্বোচ্চ রেকর্ড।

জানা গেছে, নানগারহার, কাবুল, হেলমান্দ ও ফা‌রিয়াব প্রদেশে সংঘর্ষের অবস্থা সবচেয়ে আশঙ্কাজনক।বিশেষ করে নানগারহার প্রদেশে গত ৯ মাসে বিভিন্ন সংঘাতে ১৪৯৪ জন বেসামরিক মানুষ হতাহত হয়েছে, যা ২০১৭ সালের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040