ইন্দোনেশিয়ার আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, দেশটির পূর্ব জাভা প্রদেশের পার্শ্ববর্তী জলসীমায় বৃহস্পতিবার রাত ১টা ৪৪ মিনিটে রিখটার স্কেলে ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর গভীরতা ১০ কিলোমিটার। এতে ৩ জন নিহত এবং বেশ কিছু বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রতিরোধ সদরদপ্তর।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, পাপুয়া নিউ গিনিতে আজ ভোর ৪টা ৪৮ মিনিটে রিখ্টার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।
অন্যদিকে রুশ ভূমিকম্প নজরদারি কেন্দ্রের সূত্র জানিয়েছে, এ দিন সকাল দশটা ১৬ মিনিটে কুরিল দ্বীপপুঞ্জে রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। (রুবি/টুটুল)