উচ্চমানের উন্নয়নের জন্য "উদ্ভাবনী চেইন" গড়ে তুলছে শেনচেন
  2018-10-11 15:56:14  cri
প্রিয় শ্রোতা, শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন আমাদের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা; পরিবশেন করছি আমি মুক্তা।

চীনে সংস্কার ও উন্মুক্তকরণ নীতি বাস্তবায়নের বিগত ৪০ বছরের প্রক্রিয়ায় বিভিন্ন শহর ও প্রতিষ্ঠানের অনেক উন্নতি হয়েছে। চীনের বিজ্ঞান একাডেমির শেনচেন অগ্রণী প্রযুক্তি গবেষণালয় শহরটির নানাশান এলাকায় অবস্থিত। গবেষণালয় বর্তমানে এক বিশেষ প্রযুক্তি ব্যবহার করে আলজেইমার ও পারকিনসনসহা মস্তিষ্কের বিভিন্ন রোগের চিকিৎসার চেষ্টা চলছে। গবেষণালয়ের উপ-প্রধান চেং হাই রং বলেন,

"আমরা সংশ্লিষ্ট যন্ত্রপতি তৈরি করেছি। বর্তমানে আমরা বড় ধরনের প্রাণির ওপর পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছি। এ ছাড়াও, আমরা সংশ্লিষ্ট কোম্পানি গড়ে তুলেছি, যাতে চিকিত্সা-যন্ত্রপতি ব্যাপকভাবে উত্পাদন করা যাবে।"

শেনচেনে মৌলিক গবেষণা, প্রযুক্তি গবেষণা, শিল্পায়ন, বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবন চেইন গড়ে উঠছে। শেনচেন বিজ্ঞান ও প্রযুক্তিতে শীর্ষস্থানে যেতে চায়। গত মার্চ মাসে শেনচেনে ৫টি ল্যাবরেটরি প্রতিষ্ঠিত হয়। এগুলোর মধ্যে চারটি ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। শেনচেন শহরের নবায়ন ও উদ্ভাবন থিঙ্ক ট্যাঙ্কের আমন্ত্রিত গবেষক সুন ওয়েই বলেন, বলেন,

"বর্তমানে আমাদের উচিত সম্পূর্ণ স্বাধীনভাবে গবেষণার পাশাপাশি নতুন প্রযুক্তি উদ্ভাবন করা।"

আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির প্রতিভাবান ব্যক্তিবর্গকে আকর্ষণ করার জন্য শেনচেন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। এর ফলে চীনের অন্যান্য স্থানের এবং বিশ্বের বিভিন্ন দেশের গবেষক ও বিজ্ঞানীরা শেনচেনের প্রতি আকৃষ্ট হচ্ছেন। ২০১৪ সালে বিদেশ থেকে ফিরে আসেন ছেন নিং। শেনচেনে ফিরে তিনি প্রযুক্তি কোম্পানি গড়ে তোলেন। এর আগে তিনি বিদেশে এ ধরণের কোম্পানি গড়ে তুলেছেন কয়েকটি। তিনি বলেন, শেনচেনের পরিবেশ এবং উন্মুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়া তাঁকে আকর্ষণ করেছে। তিনি বলেন,

"আমি ইন্টারনেট কোম্পানি প্রতিষ্ঠার একটি আবেদন জমা দিয়েছিলাম। পরীক্ষা-নিরীক্ষার পর ৪ কোটি ইউয়ান আরএমবির ফান্ড তিন মাসের মধ্যে আমাদেরকে দেওয়া হয়।"

নতুন যুগে উচ্চমানের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য শেনচেন নতুন ব্যবস্থা নিয়েছে। এক মাসেরও কম সময় আগে শেনচেন কুয়াংমিং এলাকা গড়ে তোলার ঘোষণা দেয়। কুয়াংমিং এলাকা একটি বিজ্ঞান-নগর, যেখানে জীববিজ্ঞান, উপাদান বিজ্ঞান ও মহাকাশ বিজ্ঞান নিয়ে কাজ করা হয়। কুয়াংমিং এলাকার চীনা কমিউনিস্ট পার্টির কমিটির সম্পাদক ওয়াং হং বিন বলেন,

"আমরা বিভিন্ন গবেষণাসংস্থা ও বিজ্ঞানীদের জন্য একটি উন্মুক্ত বিজ্ঞান ও প্রযুক্তি অবকাঠামো-প্ল্যাটফর্ম গড়ে তুলবো।"

৪০ বছরে হুয়াওয়েই, টেসেন্ট ও বিউয়াডিসহ শেনচেনের বিভিন্ন ব্রান্ড সারা বিশ্বে বিখ্যাত হয়েছে। নবায়ন ও উদ্ভাবনের মাধ্যমে শেনচেনের বিরাট পরিবর্তন হয়েছে। শেনচেনের অর্থনীতির আকার ১৯৭৯ সালের ১৯.৭ কোটি থেকে বেড়ে গত বছর ২.২৪ ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়ায়। বর্তমানে শেনচেনের সামাজিক গবেষণায় বরাদ্দের পরিমাণ জিডিপি'র ৪ শতাংশেরও বেশি, যা আন্তর্জাতিক মানের। আশা করা হচ্ছে, ভবিষ্যতে শেনচেন বিজ্ঞান-অবকাঠামো নির্মাণের মাধ্যমে নবায়ন ও উদ্ভাবনের ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে যাবে। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040