প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধবিষয়ক সিপিসি'র কেন্দ্রীয় অর্থ-কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত
  2018-10-11 15:01:18  cri
অক্টোবর ১১: প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ বিষয়ে গতকাল (বুধবার) চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় অর্থ-কমিটির তৃতীয় সভা বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিপিসি'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান, ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ।

অধিবেশনে সি চিন পিং বলেন, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধের কাজ দেশের অর্থনীতি ও গণজীবিকার সঙ্গে সম্পর্কিত। দেশে কার্যকর ও বৈজ্ঞানিক প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধক-ব্যবস্থা গড়ে তুলতে হবে।

সি চিন পিং সি ছুয়ান-তিব্বত রেলপথ নির্মাণকাজের ওপর গুরুত্ব দিয়ে বলেন, এই রেলপথ দেশের স্থায়ী নিরাপত্তা ও শান্তি এবং তিব্বতের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। এই কাজ সুষ্ঠুভাবে শেষ করতে হবে।

সিপিসি'র কেন্দ্রীয় অর্থ-কমিটির উপ-মহাপরিচালক ও দেশের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং, সিপিসি'র কেন্দ্রীয় অর্থ-কমিটির সদস্য ওয়াং হু নিং, এবং সিপিসি'র কেন্দ্রীয় অর্থ-কমিটির সদস্য হান চেং সভায় উপস্থিত ছিলেন। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040