ফেডারেল রিজার্ভ-এর নীতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প
  2018-10-11 14:55:45  cri

অক্টোবর ১১: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল (বুধবার) মার্কিন ফেডারেল রিজার্ভ-এর নীতি নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ফেডারেল রিজার্ভ-এর নীতি অতি কঠোর এবং ফেডারেল রিজার্ভ 'পাগল' হয়ে গেছে। ট্রাম্পের এ আচরণ সংস্থাটির স্বাধীনতায় হ্স্তক্ষেপ বলে এতে অনেকে উদ্বেগ প্রকাশ করেন।

পেনসিলভানিয়া রাজ্যে এক অনুষ্ঠানে এ মন্তব্য প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, ফেডারেল রিজার্ভ ভুল করেছে এবং পাগল হয়ে গেছে। এদিন মার্কিন স্টক মার্কেটে অতিমন্দা অবস্থা দেখা দেয়।

এ পর্যন্ত ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান ট্রাম্পের কথার কোনো জবাব দেননি। সম্প্রতি ট্রাম্প অনেক বার ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির নীতির সমালোচনা করেন, যা আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট করেন নি। এটি ফেডারেল রিজার্ভের স্বাধীনতায় হস্তক্ষেপের বিতর্ক সৃষ্টি করেছে। (শিশির/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040