অক্টোবর ১১: তাজিকিস্তানের প্রধানমন্ত্রী কোখির রাসুলজোদা, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুত্তে, ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্ট দোনাল্দ তুস্ক, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যাঁ-ক্লদ ইয়ুঙ্কার ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেলের আমন্ত্রণে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং তাজিকিস্তানের উদ্দেশ্যে আজ (বৃহস্পতিবার) সকালে বিশেষ বিমানযোগে বেইজিং ত্যাগ করেন। দেশটিতে তিনি শাংহাই সহযোগিতা সংস্থা সদস্যদেশের প্রধানমন্ত্রী পর্যায়ের সপ্তদশ সম্মেলনে অংশ নেবেন এবং তাজিকিস্তানে আনুষ্ঠানিক সফর করবেন। তারপর নেদারল্যান্ডসে আনুষ্ঠানিক সফর করবেন লি খ্য ছিয়াং। এরপর তিনি বেলজিয়ামে দ্বাদশ এশিয়া-ইউরোপ শীর্ষ সম্মেলনে উপস্থিত হবেন এবং বেলজিয়ামে রাষ্ট্রীয় সফর করবেন।
লি খ্য ছিয়াংয়ের স্ত্রী ছেং হং, রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস চেয়ারম্যান ও চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের মহাপরিচালক হ্য লি ফেং প্রধানমন্ত্রীর সঙ্গে যান। (শিশির/টুটুল)