চীন ও জাপান যৌথভাবে বিশ্বের অবাধ বাণিজ্যব্যবস্থা রক্ষা করবে: লি খ্য ছিয়াংয়ের আশাবাদ
  2018-10-11 11:30:47  cri
অক্টোবর ১১: চীন ও জাপান বিশ্বের বহুপক্ষবাদ ও অবাধ বাণিজ্যব্যবস্থা যৌথভাবে রক্ষা করবে বলে আশাবাদ প্রকাশ করেছেন চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং। তিনি গতকাল (বুধবার) বেইজিংয়ে শিল্পপতি ও সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা পর্যায়ের চতুর্থ চীন-জাপান সংলাপে অংশগ্রহণকারী জাপানি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের সময় এ-আশাবাদ ব্যক্ত করেন।

লি খ্য ছিয়াং বলেন, দু'দেশের মধ্যে স্বাক্ষরিত ৪টি রাজনৈতিক দলিল মেনে চলা উচিত। দু'দেশকে ঐতিহাসিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের উন্নয়নের লক্ষ্যে একযোগে কাজ করে যেতে হবে।

প্রধানমন্ত্রী লি আরও বলেন, বিশ্বের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে চীন ও জাপানের উচিত পরস্পরের স্বার্থ দেখা এবং বিশ্বের বহুপক্ষবাদ ও অবাধ বাণিজ্যব্যবস্থা রক্ষা করা। বিনিয়োগ, নব্যতাপ্রবর্তন ও উচ্চপ্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, চীনে জাপানি শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ বৃদ্ধিকে স্বাগত জানাবে বেইজিং। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040