কানাডার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়াং ই'র ফোনালাপ
  2018-10-11 09:56:51  cri
অক্টোবর ১১: সম্প্রতি কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র ফোনালাপ হয়।

ফোনালাপে ফ্রিল্যান্ড সম্প্রতি স্বাক্ষরিত 'কানাডা-যুক্তরাষ্ট্র-মেক্সিকো অবাধ বাণিজ্যচুক্তি নিয়ে কথা বলেন এবং এই চুক্তি অন্যান্য দেশের বৈধ স্বার্থ নষ্ট করবে বলে নিশ্চিত করেন।

তিনি বলেন, কানাডা নিজের প্রয়োজনে অন্যান্য দেশের সঙ্গে অবাধ বাণিজ্যচুক্তির আলোচনায় বসবে এবং চীনসহ বিভিন্ন দেশের সঙ্গে বহুপক্ষীয় বাণিজ্য-ব্যবস্থার আওতায় সম্পর্ক বজায় রাখবে। চীনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক জোরদার করে বিভিন্ন খাতে সহযোগিতা ও বিনিময় সম্প্রসারণ করার ব্যাপারেও তিনি আশাবাদ প্রকাশ করেন।

জবাবে ওয়াং ই বলেন, চীন বরবারই অবাধ বাণিজ্যকে সমর্থন দিয়ে আসছে এবং বিশ্ব বাণিজ্য সংস্থাকে কেন্দ্র করে বহুপক্ষীয় বাণিজ্য-ব্যবস্থা রক্ষার পক্ষে। চীন বাণিজ্যে সংরক্ষণবাদের তীব্র বিরোধী।

তিনি আরও বলেন, চীনের আধুনিকায়নের পথে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। বিশ্বের অবাধ বাণিজ্য-ব্যবস্থা রক্ষায় কানাডা চীনের সঙ্গে যৌথভাবে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। চীন-কানাডা অবাধ বাণিজ্য-অঞ্চল গড়ে তোলার সম্ভবানা নিয়েও তিনি কথা বলেন। (সুবর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040