জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর চাঁদার যুক্তিযুক্তি ও কার্যকর ব্যবহার কাম্য: চীনা প্রতিনিধি
  2018-10-11 09:53:56  cri
অক্টোবর ১১: সদস্যরাষ্ট্রগুলো জাতিসংঘের আর্থিক প্রয়োজন মেটাতে যে চাঁদা দেয়, তার যুক্তিযুক্তি ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা উচিত। সম্প্রতি জাতিসংঘের ৭৩তম সাধারণ পরিষদের পঞ্চম কমিটির নিয়মিত সম্মেলনে চীনের স্থায়ী প্রতিনিধি মা চাও স্যু এ-কথা বলেন।

তিনি বলেন, জাতিসংঘ সচিবালয়ের উচিত এ-ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এবং একটি কার্যকর তত্ত্বাবধান-ব্যবস্থা গড়ে তোলা। এ ক্ষেত্রে সদস্যরাষ্ট্রগুলোর স্বার্থ ও চাহিদাকে বিবেচনায় রাখতে হবে।

মা আরও বলেন, চীন ইতোমধ্যেই জাতিসংঘকে ২০১৮ সালের জন্য নির্ধারিত চাঁদা দিয়েছে এবং পাশাপাশি একটি মূল্যায়ন-প্রতিবেদনও দাখিল করেছে। বেইজিং আশা করে, সংশ্লিষ্ট সকল সদস্যরাষ্ট্র জাতিসংঘের বহুপক্ষবাদকে সমর্থন দিয়ে যাবে।

মা জানান, ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত জাতিসংঘের চাঁদা ও শান্তিরক্ষা মিশনের পেছনে চীনের ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। তবে, একটি উন্নয়নশীল দেশ হিসেবে চীন জাতিসংঘে তার দায়িত্ব পালন করে যাবে। (সুবর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040