চীন সম্পর্কে মাইক পেন্সের বিরূপ মন্তব্যের সমালোচনায় চীনা নেটিজেনরা
  2018-10-10 16:55:45  cri
অক্টোবর ১০: মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইকেল পেন্স সম্প্রতি চীনের অভ্যন্তরীণ ও বিদেশনীতি নিয়ে ঢালাওভাবে প্রমাণহীন মন্তব্য করেন। তাঁর বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন সচেতন মার্কিন নাগরিকরাও। চীনের ইন্টারনেট-ব্যবহারকারীরাও তাঁর সমালোচনা করেছেন।

একজন চীনা নেটিজেন লিখেছেন, 'মধ্যবর্তী নির্বাচনের আগে পেন্সের এই অস্থিরতা স্বাভাবিক নয়। এর অর্থ মার্কিন সরকার শঙ্কিত।'

আরেকজন নেটিজেন লিখেছেন, '(চীন সম্পর্কে) যুক্তরাষ্ট্রের বর্তমান সরকারের কর্মকর্তাদের মন্তব্য যুক্তিহীন।'

'গত ২৫ বছরে আমরা চীনকে পুনর্গঠন করেছি'—পেন্সের এমন দাবির জবাবে একজন চীনা নেটিজেন লিখেছেন, 'গত ২৫ বছরে চীনাদের পরিশ্রমের কারণে দেশের জিডিপি ৪০ গুণ বৃদ্ধি পেয়েছে। তা ছাড়া, গত কয়েক হাজার বছরের ইতিহাস প্রমাণ করে যে, চীন বারবার ধ্বংসস্তুপ থেকে উঠে দাঁড়িয়েছে; কখনও বাইরে হস্তক্ষেপ করেনি।'

উল্লেখ্য, ২৫ বছর আগে চীন একটি যুগসন্ধিক্ষণে দাঁড়িয়েছিল। তখন চীনের শীর্ষনেতা তেং সিয়াও পিং দক্ষিণ চীন পরিদর্শনের সময় বলেছিলেন, 'সংস্কারবিরোধীরা ঘুমিয়ে থাকুন।' পরে তাঁর নেতৃত্বেই চীন সংস্কার ও উন্মুক্তকরণের নীতি গ্রহণ করে এবং বাজার অর্থনীতিতে প্রবেশ করে। সেসময় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো সাবেক সোভিয়েত ইউনিয়ন ভাঙার আনন্দ উদযাপন করছিল এবং তথাকথিত 'চীনা হুমকি'র ভয় চারিদিকে ছড়িয়ে দিয়েছিল। কার্যত তারা চীনকে ধ্বংস করে দিতে চেয়েছিল। কিন্তু চীনা জনগণ কঠোর পরিশ্রমের মাধ্যমে মাথা উঁচু করে দাঁড়ায় এবং পশ্চিমাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়। (রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040