বেইজিংয়ে সাবেক জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াং ই'র সাক্ষাত
  2018-10-10 16:19:02  cri

অক্টোবর ১০: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ (বুধবার) বেইজিংয়ে জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদার সঙ্গে সাক্ষাত করেন। ফুকুদা শিল্পপতি ও সাবেক সরকারি কর্মকর্তা পর্যায়ের চতুর্থ চীন-জাপান সংলাপে অংশ নিতে চীনে আসেন।

সাক্ষাতে ওয়াং ই বলেন, চলতি বছর চীন-জাপান শান্তি ও বন্ধুত্বের চুক্তি স্বাক্ষরের ৪০তম বার্ষিকী। ইয়াসুও ফুকুদার পিতা তাকিও ফুকুদা ও চীনের তত্কালীন নেতা তেং সিয়াও পিং চুক্তিতে নিজ নিজ দেশের পক্ষে স্বাক্ষর করেছিলেন। এই চুক্তি চীন-জাপান সম্পর্কের রাজনৈতিক ও আইনগত ভিত্তি।

ওয়াং ই আরও বলেন, ১০ বছর আগে ইয়াসুও ফুকুদা জাপানি প্রধানমন্ত্রী হিসেবে চীনের তত্কালীন নেতার সঙ্গে 'চতুর্থ রাজনৈতিক দলিল' স্বাক্ষর করেন। সেই দলিলে চীন ও জাপান পরস্পরের শান্তিপূর্ণ উন্নয়ন-প্রক্রিয়ায় সমথর্ন দেবে এবং একে অপরের জন্য হুমকির কারণ হবে না বলে প্রতিশ্রুতি দেয়। সেই দলিল এখনও গুরুত্বপূর্ণ ও অর্থবহ। এখন দু'পক্ষের উচিত অতীতের পদাঙ্ক অনুসরণ করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পরিকল্পনা করা।

এসময় ইয়াসুও ফুকুদা বলেন, চীন-জাপান সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন শুধু দু'দেশের জন্য গুরুত্বপূর্ণ, তা নয়; এটা গোটা পূর্ব এশিয়া তথা বিশ্বের জন্যও গুরুত্বপূর্ণ। দু'পক্ষের উচিত দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে সচেষ্ট হওয়া। দু'দেশের সম্পর্ক উন্নয়নে তিনি ইতিবাচক ভূমিকা পালন করতে চান বলেও উল্লেখ করে ফুকুদা। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040