চীনের অর্থনীতিতে স্থিতিশীল উন্নয়নের ধারা অব্যাহত থাকবে: নিং জি জে
  2018-10-10 16:18:23  cri

অক্টোবর ১০: চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের উপ-মহাপরিচালক ও দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রধান নিং জি জে সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিতে জটিলতা বিরাজ করলেও, ভবিষ্যতে চীনের অর্থনীতিতে স্থিতিশীল উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধের নেতিবাচক প্রভাবও নিয়ন্ত্রণে রাখতে সক্ষম বেইজিং।

নিং জি জে আরও বলেন, চলতি বছরের প্রথম আট মাসের প্রধান অর্থনৈতিক সূচকগুলো দেখলেই বোঝা যায় যে, চীনের অর্থনীতিতে স্থিতিশীল উন্নয়নের ধারা বজায় রয়েছে। এর মধ্যে প্রথম ৬ মাসে চীনের অর্থনীতিতে ৬.৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়। এ-নিয়ে টানা ৩৬ মাস ধরে চীনের অর্থনীতিতে প্রবৃদ্ধির হার ৬.৭ থেকে ৬.৯ শতাংশের মধ্যে বজায় থাকল।

তিনি আরও জানান, জানুয়ারি থেকে অগাস্ট পর্যন্ত সময়কালে চীনের শহরাঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এক কোটি। অন্যদিকে, ভোক্তা মূল্যসূচক ২ শতাংশ হলেও, তা পূর্বানুমানের চেয়ে এক শতাংশ কম। এ ছাড়, চীনের বৈদেশিক আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রয়েছে এবং বৈদেশিক মুদ্রার মজুদও ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি রয়েছে। মোদ্দাকথা, অর্থনীতিতে প্রবৃদ্ধির হার, কর্মসংস্থান পরিস্থিতি, দ্রব্যমূল্য, ও বৈদেশিক আয়-ব্যয়—এই চারটি মূল অর্থনৈতিক সূচক অনুসারে চীনের অর্থনীতি স্থিতিশীল আছে। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040