সেই পুরাতন গানগুলো
  2018-10-12 14:09:57  cri


প্রিয় শ্রোতা, আশা করি ভাল আছেন। বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

সঙ্গীত কোনো দেশের সীমানা মানে না। আপনি কি এখন গাড়ি চালাচ্ছেন, নাকি বাসার কোনো কাজ করছেন? আপনি এখন একা, নাকি সাথে সঙ্গী আছে? আপনার মন আজকে বেইজিংয়ের শরত্কালের নীল আকাশের মতো স্বচ্ছ, নাকি ঢাকার কালবৈশাখী সময়ের মতো মেঘলা? যে যেখানে যেভাবেই থাকুন না কেন, আসুন সঙ্গীত উপভোগ করি। সঙ্গীতের জগতে ডুব দেওয়ার আনন্দই আলাদা। সুপ্রিয় বন্ধু, আজ একটি বিশেষ দিন। তাই আজকের সুরের ধারায় আসরে আমি আমার নিজের পছন্দের কয়েকটি পুরাতন গান শোনাবো।

(গান ১, ছাং হাই ই শেং শিয়াও)

'ছাং হাই ই শেং শিয়াও' গানটি চীনের সুবিখ্যাত পরিচালক সুই খ্য পরিচালিত 'শিয়াও আও চিয়াং হু' চলচ্চিত্রের একটি গান। এ গানটি চলচ্চিত্রটির মতোই জনপ্রিয়। ছোটবেলায় আমিও অনেক শ্রোতার মতো কুংফু মুভি খুব পছন্দ করতাম। কুংফু মুভিতে অনেক সাহসী কুংফু মাস্টার থাকতে, যারা জটিল ও ঝুঁকিপূর্ণ সমাজের মধ্যে নিজের চরিত্র বা নৈতিকতা বজায় রাখতে পারেন। তখন তাদের প্রতি এক ধরনের হিংসার মতো অনুভূতি মনে মনে কাজ করতো। তাদের মতো সমাজে থাকলেও, নিজের আসল রূপ পরিবর্তন করতে চাই না। গানেটিতে বলা হয়েছে: সমুদ্র দেখে হেসে উঠি। ঢেউ তীরের দিকে ধেয়ে আসে। পৃথিবীতে ঢেউয়ের মতো উঠানামা হোক। আমি শুধু এই মুহূর্তের কথা ভাবি। আকাশ দেখে হেসে উঠি। এই অস্থির পৃথিবীতে কে জিতবে বা কে হারবে তা শুধু ঈশ্বর জানেন। পাহাড় দেখে হেসে উঠি। পৃথিবী ঝড়ের তীব্রতায় কাঁপলেও আমি আমার মতো থাকবো। পৃথিবীতে প্রতিদিন কত ঘটনা ঘটে! ইতিহাস আর কতোজনের কথা বলে! বাতাসের মধ্যে হাসি। একাকী অনুভূত হয়। অতীতের উচ্চাকাঙ্খা এখন বিলিন হয়ে গেছে। জীবনে বাকি আছে কেবল সূর্যাস্তের বেলায় আমার কাপড়ের ওপরে পড়া ছায়া।

(গান ২, একটি সহজ গান)

জীবনে অনেক জটিলতা থাকে। অনেক সময় আমরা অসহায় হয়ে যাই। কিন্তু তারপরও সুখ পাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হয়। এখন শুনুন ওয়াং লি হোংয়ের গাওয়া 'একটি সহজ গান'।

(গান ৩, পৃথিবী আমার মনে)

এখন শুনুন লিউ হুয়ানের গাওয়া 'পৃথিবী আমার মনে' গানটি। গানে বলা হয়েছে: শুধু স্বপ্নে তোমাকে দেখতে আমি চাই না। তোমাকে ভালবাসি বলে আমি আর কাঁদবো না। শুধু রাতে তোমার কথা ভেবে পাগল হতেও আমি চাই না। তোমার ভালবাসা পেলে আমি অলৌকিক ঘটনা ঘটাতে পারি।

(গান ৪, দ্য মোমেন্ট)

আমরা ভালবাসা খুজি, অপেক্ষা করি, কেউ জানে না কখনা কোন মুহূর্তে ভালবাসার মানুষের সঙ্গে দেখা হবে। যদি আবার নতুন করে জীবন শুরু করা যেত, আমরা কি আগের মতো সিদ্ধান্ত নিতাম? এখুন শুনন সু ইয়ান জি'র গাওয়া 'ইয়ু চিয়ান' গানটি। এ গানে বলা হয়েছে: দেখা হলে কার সঙ্গে আমার কী ধরনের কথাবার্তা হতে পারে? আমি যে মানুষের জন্য অপেক্ষা করছি, সে কতো দূরে আছে? সাবওয়ে ও মানুষের সমাবেশ থেকে বাতাস প্রবাহিত হয়। আমি প্রেমের সিরিয়াল নম্বর হাতে নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি।

(গান ৫, ভালবাসার দাম)

এখন শুনুন লি জুং শেং-এর রচিত ও গাওয়া গান 'ভালবাসার দাম'। গানে বলা হয়েছে: যৌবনকালের স্বপ্ন এখনো মনে আছে? আমার জীবনে বিভিন্ন ঘটনা ঘটার পরও অমর ফুলের মতো তা মনে আছে। ভালবাসার জন্য যে দাম দিয়েছে, সে তা কখনো ভুলে যাবে না। প্রেমের কারণ যে-সব কথা বলা হয়েছিল, সেগুলো এখনো আমার মনে আছে। কিন্তু যার জন্য বলা হয়েছে সে আর আমার সঙ্গে থাকে না। চলে যাই, চলে যাই; মানুষকে আস্তে আস্তে বড় হতে হবে। চলে যাই, চলে যাই; জীবনে কষ্ট-বেদনা থাকে। চলে যাই, চলে যাই; নিজের হৃদয়ের জন্য একটি বাসস্থানের সন্ধানে। দুঃখে অশ্রুভরা নয়ন হতে পারে, হৃদয় ভেঙ্গে যেতে পারে। এসব ভালবাসার দাম।

(গান ৬, নিশ্চিত সুখ চাই)

যৌবনকালে অনেকে রোমান্টিক কল্পনা করে থাকেন। কিন্তু একটা বয়সে এসে আর কল্পনা করতে ইচ্ছা করে না, শুধু এক ধরনের সহজ ও নিশ্চিত সুখ চায় মন। শুনুন ছেন ই সুই-এর গাওয়া গান 'নিশ্চিত সুখ চাই'। গানে বলা হয়েছে: একদিন দেখলাম নিজেকে করুণা করার অধিকারও নেই। শুধু অবিশ্রাম কাঁধে বোঝা বহন করে এসেছি। একদিন সাধারণ জীবন নিয়ে সুখ বোধ করি। পরিষ্কার দেখতে পারি, অদূর ভবিষ্যতে আমার সুখ। আমি নিশ্চিত সুখ চাই। তা থাকলে অজানা ভবিষ্যতের ভয় আর নেই। অস্থির মধ্যরাতে আমার একটি বিশ্রামের স্থান চাই। আমি নিশ্চিত সুখ চাই। দু'হাত দিয়ে স্পর্শ করতে চাই সেই সুখ। নিজের বুকে তোমার তাপ পেতে চাই।

(গান ৭, অন্তত তুমি আছো)

জীবনে যত কষ্ট হোক, একজন ভালবাসার মানুষ পেলে অনেককিছু ভুলে যাওয়া যায়। লিন ই লিয়ানের গাওয়া 'অন্তত তুমি আছো' গানটি শুনুন। গানে বলা হয়েছে: যদি সারা পৃথিবীকে ছেড়ে দিয়ে হয়, অন্তত তুমি আছো, যাকে যত্নে আগলে রাখতে পারি। তুমি সত্যি সত্যি আছো, এটাকে আলৌকিক ঘটনা বলে মনে করি। হয়তো সারা পৃথিবীকে ভুলে যেতে পারি, কিন্তু তোমার কথা মনে রাখতে চাই। তোমার হাতে একটি আঁচিল, সেটা কোথায় আছে আমি জানি।

(গান ৮, বাবা, কোথায় যাবো আমরা?)

সন্তান ডাক পৃথিবীর সবচেয়ে মিষ্টি আওয়াজ। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। এখন আপনাদের একটি কিউট গান শোনাবো। 'বাবা, কোথায় যাবো আমরা?' গানে বলা হয়েছে: বাসায় এক মহান পুরুষ আছেন। তার যেন তিনটি হাত, তিনি সবকিছু পারেন। তার হাত একটু অমসৃণ। সে হাত ধরে আমি হাঁটতে শিখেছি। তোমাকে স্বাগত, আমার ছোট দৈত্য। তুমি আমার লেখা সবচেয়ে সুন্দর চিঠি। বাবা বাবা, আমরা কোথায় যাবো? আমি থাকলে তোমার ভয়ের কিছু নেই। বেবি বেবি, আমি তোমার নির্ভরযোগ্য বড় গাছ। সারা জীবন তোমাকে সঙ্গে নিয়ে সূর্যোদয় দেখতে চাই।

(স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040