চীনা প্রধানমন্ত্রীর আসন্ন তাজিকিস্তান, নেদারল্যান্ডস ও বেলজিয়াম সফর
  2018-10-10 14:17:31  cri
অক্টোবর ১০: প্রিয় বন্ধুরা, তাজিকিস্তান, নেদারল্যান্ডস ও বেলজিয়ামের নেতাদের আমন্ত্রণে চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং ১১ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত এ তিনটি দেশ সফর করবেন এবং দুশানবেতে অনুষ্ঠেয় শাংহাই সহযোগিতা সংস্থার প্রধানমন্ত্রী পর্যায়ের সম্মেলন ও ব্রাসেলসে অনুষ্ঠেয় এশিয়া ও ইউরোপের শীর্ষসম্মেলনে অংশ নেবেন। গতকাল (মঙ্গলবার) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের খবরে বলা হয়, প্রধানমন্ত্রী লি এ তিনটি দেশের নেতাদের সঙ্গে বহুপক্ষবাদ ও অবাধ বাণিজ্য সুরক্ষা করবেন। আজকের অনুষ্ঠানে আমি এ বিষয় নিয়ে কিছু কথা বলবো।

তাজিকিস্তান হল চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি প্রতিবেশী দেশ। প্রধানমন্ত্রী লি'র এবারের সফরের প্রথম দেশ। ১১ থেকে ১৪ অক্টোবরে লি খ্য ছিয়াং সেদেশের রাজধানী দুশানবেতে অনুষ্ঠেয় শাংহাই সহযোগিতা সংস্থার সপ্তদশ প্রধানমন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নেবেন এবং সেদেশে আনুষ্ঠানিক সফর করবেন। চীনের পররাষ্ট্রমন্ত্রীর সহকারী চাং হান হুই মঙ্গলবার সাংবাদিকদেরকে বলেন, এবারের সম্মেলনের গুরুত্বপূর্ণ বিষয় হল এ বছরের প্রথমার্ধে অনুষ্ঠিত শাংহাই সহযোগিতা সংস্থার ছিংতাও শীর্ষসম্মেলনের গুরুত্বপূর্ণ তাত্পর্য বাস্তবায়ন করা। এ সম্পর্কে তিনি বলেন,

প্রধানমন্ত্রী লি'র তাজিকিস্তানে শাংহাই সহযোগিতা সংস্থার প্রধানমন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নেয়া হল এ বছরের দ্বিতীয়ার্ধে চীনের ইউরেশিয়ান অঞ্চল সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক কর্মসূচি। সম্মেলনে প্রধানমন্ত্রী লি যৌথভাবে একপক্ষবাদ ও সংরক্ষণবাদ বিরোধী, বিশ্বের উন্মূক্ত অর্থনীতি গড়ে তোলা এবং আরো ঘনিষ্ঠ শাংহাই সহযোগিতা সংস্থার অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তোলার আহ্বান জানাবেন। তিনি অংশগ্রহণকারী নেতাদের সঙ্গে যৌথভাবে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের সহযোগিতা উন্নয়ন এবং আর্থ-বাণিজ্যিক, উত্পাদিত শক্তি, পারস্পরিক যোগাযোগ ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে মত বিনিময় করবেন।

তাজিকিস্তান সফরকালে প্রধানমন্ত্রী লি সেদেশের নেতাদের সঙ্গে নতুন পরিস্থিতিতে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, যৌথভাবে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের সহযোগিতা উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মত বিনিময় করবেন। দু'দেশ আর্থ-বাণিজ্যিক, শুল্ক ও আঞ্চলিক সহযোগিতার চুক্তি স্বাক্ষর করবেন।

এ বছরে ফ্রান্স, ব্রিটেন ও জার্মানিসহ বিভিন্ন ইউরোপীয় দেশের নেতারা পৃথক পৃথকভাবে চীন সফর করেছেন। চীন-ইউরোপীয় দেশের শীর্ষসম্মেলন গত জুলাই মাসে বেইজিংয়ে সফলভাবে আয়োজিত হয়। প্রধানমন্ত্রী লি'র এবারের নেদারল্যান্ডস ও বেলজিয়াম সফর এবং এশিয়া-ইউরোপ শীর্ষ সম্মেলনে অংশ নেয়া হল এ বছরের দ্বিতীয়ার্ধে চীন-ইউরোপ আরেক বার উচ্চ পর্যায়ের যোগাযোগ।

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ছাও বলেন, এবারের নেদারল্যান্ডস সফর হল ১৪ বছর পর চীনা প্রধানমন্ত্রীর প্রথম বার সেদেশে সফর এবং প্রধানমন্ত্রী লি'র প্রথম বার সেদেশে সফর। সফরকালে দু'দেশ শুল্ক, বিমানচালনা, জ্বালানি-সম্পদ ও ব্যাংকিংসহ ধারাবাহিক সহযোগিতার চুক্তি স্বাক্ষর করবে। এবারের বেলজিয়াম সফর হল প্রধানমন্ত্রী লি'র তৃতীয় বার সেদেশে সফর। দু'দেশ বিমানচালনা, পণ্য পরিবহন এবং বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রের সহযোগিতা চুক্তি স্বাক্ষর করবে। এ সম্পর্কে ওয়াং ছাও বলেন,

প্রধানমন্ত্রী লি'র এবারের সফরের মাধ্যমে চীন-নেদারল্যান্ডস ও বেলজিয়ামের সঙ্গে সম্পর্কের সুষ্ঠু ও টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা যাবে।

এশিয়া-ইউরোপ সম্মেলন হল এশিয়া ও ইউরোপের সহযোগিতার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। দ্বাদশ এশিয়া-ইউরোপ শীর্ষসম্মেলন ১৮ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ব্রাসেলসে অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হল 'ইউরোপ এবং এশিয়া: বিশ্বব্যাপী অংশীদারি বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলা করা'। চীনা পররাষ্ট্রমন্ত্রীর সহকারী চাং জুন বলেন, প্রধানমন্ত্রী লি সম্মেলনে নতুন পরিস্থিতিতে এশিয়া-ইউরোপ অংশীদারি সম্পর্ক জোরদার এবং যৌথভাবে চ্যালেঞ্জ মোকাবিলার তাত্পর্য ব্যাখ্যা করবেন। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040