আরও বিশাল দৃষ্টিকোণ থেকে চীন ও আফ্রিকার সহযোগিতা দেখা উচিত: আইএমএফ কর্মকর্তা
  2018-10-10 14:04:53  cri
অক্টোবর ১০: পশ্চিমা দেশগুলোর উচিত আরও বিশাল দৃষ্টিকোণ থেকে চীন ও আফ্রিকার সহযোগিতা দেখা। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-র আফ্রিকা বিভাগের পরিচালক আবেবে আমরো সেলাসাই চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-কে দেওয়া এক সাক্ষাত্কারে এ কথা জানান।

আফ্রিকায় বড় আকারের অবকাঠামো নির্মাণকাজে ঋণ জমে থাকার কারণে চীনের সমালোচনা করেছে কিছু পশ্চিমা দেশের সংবাদমাধ্যম। তাদের তথাকথিত 'চীনা ঋণ ধারণার' প্রেক্ষাপটে আবেবে বলেন, বর্তমান ঋণ সংকট বা ঋণ সংকটের ঝুঁকিপূর্ণ পরিবেশ আফ্রিকার ৬ বা ৭টি দেশে বিরাজমান। তাদের ঋণদাতা হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক ঋণ প্রদানকারী দেশ, শুধুমাত্র চীন নয়। আফ্রিকায় চীনের পুঁজি সংগ্রহ প্রকল্প স্থানীয় অধিবাসীদের জন্য জরুরি । এর মধ্যে রয়েছে বন্দর, সড়ক, এবং রেলপথ প্রভৃতি।

তিনি জোর দিয়ে বলেন, আফ্রিকায় চীনের পুঁজি সংগ্রহ প্রকল্প কেবল যে স্থানীয় অধিবাসীদেরকে সহায়তা দিয়েছে তা নয়, তা আফ্রিকান দেশগুলোর অবিরাম উন্নয়ন বাস্তবায়ন এবং ঋণ ঝুঁকি কমানোর জন্যও কল্যাণকর । (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040