চীন সরকারের ত্রাণসামগ্রী পৌঁছেছে ইন্দোনেশিয়ায়
  2018-10-10 13:20:09  cri

অক্টোবর ১০: স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার) বিকেলে চীন সরকারের ত্রাণসামগ্রী বহনকারী বিমানটি ইন্দোনেশিয়ার বালিকপাপান বিমানবন্দরে পৌঁছেছে। ইন্দোনেশিয়ায় চীনা দূতাবাসের বাণিজ্যিক কাউন্সিলার ওয়াং লি ফিং, ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ মোকাবিলা ব্যুরোর উচ্চ পদস্থ কর্মকর্তা মেইলাত্যস্ট্রিন্দা হাপসারি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রায়োনো অতিয়ান্তো বিমানবন্দরে ত্রাণসামগ্রী গ্রহণ করেন।

ইন্দোনেশিয়ায় গত ২৯ সেপ্টেম্বর রিক্টার স্কেলে ৭.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ইতোমধ্যে ২০১০ জন নিহত এবং ৮৩ হাজার মানুষ দুর্গত হয়েছে। উদ্ধার কাজ এখনো চলছে।

দুর্যোগের পর চীনা প্রেসিডেন্ট ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কাছে সমবেদনা-বার্তা পাঠান। চীনের রেড-ক্রস সমিতি ২ লাখ মার্কিন ডলারের জরুরি সহায়তা দিয়েছে। এবার ইন্দোনেশিয়া পক্ষের চাহিদা অনুযায়ী তাঁবু, পানি বিশুদ্ধকরণ যন্ত্র, বিদ্যুত জেনারেটর ইত্যাদি ত্রাণসামগ্রী পাঠিয়েছে চীন সরকার। পরবর্তী ত্রাণ ও উদ্ধার কাজে ইন্দোনেশিয়ার সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখবে চীন সরকার।

(স্বর্ণা/টুটুল)


1  2  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040