যুগ এবং কাজের সময় মধ্যে সম্পর্ক
  2018-10-10 13:18:55  cri

সম্প্রতি 'ছি ভা সুও' নামে একটি চীনা বিতর্ক প্রোগ্রাম সম্প্রচার করা হয়। এতে যুগ এবং কাজের সময় মধ্যে সম্পর্ক আলোচনা করা হয়। অনুষ্ঠানটির একজন অতিথি, বিখ্যাত চীনা অর্থনীতিবিদ স্যু জাও ফেং বলেছেন,

"১৯৩০ সালে অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস বলেছেন, এক'শ বছরের পর, লোকেরা প্রতি সপ্তাহে শুধু ১৫ ঘন্টার কাজ করবে, তখনের ১৫ ঘন্টা এক সপ্তাহের কাজ বর্তমানের একই পর্যায়ের জীবন উপভোগ করতে পারে। এখন ২০১৮ সাল দাঁড়ছি আমরা, ১৯৩০ সাল থেকে এখন পর্যন্ত প্রায় এক'শ বছর।" তিনি জিজ্ঞাসা করেন, "সবাই কি প্রতি সপ্তাহে মাত্র ১৫ ঘন্টা কাজ করে? না! আমাদের উত্পাদনশীলতা বৃদ্ধি হয়েছে? অবশ্যই! আসলে, আমাদের প্রতি সপ্তাহে ১৫ ঘন্টা কাজ করতে হবে, যা আমাদের জীবনের প্রয়োজনীয়তাগুলি সরবরাহ করতে যথেষ্ট। কিন্তু আমরা তা করিনি কেন? কারণ একশত বছর আগে চেয়ে, আমাদের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। জীবনের মান আমাদের মূল্যায়ন পরিবর্তিত হয়েছে।"

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040