তুরস্কে তৃতীয় ইউরোপ ও এশীয় দেশগুলোর স্পিকার সম্মেলনে এনপিসি'র প্রতিনিধিদলের অংশগ্রহণ
  2018-10-10 11:31:41  cri
অক্টোবর ১০: দু'দিনব্যাপী তৃতীয় ইউরোপ ও এশীয় দেশগুলোর স্পিকার সম্মেলন গতকাল (মঙ্গলবার) তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হয়। চীনের জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র ভাইস-চেয়ারম্যান পাই মা ছি লিনের নেতৃত্বে এনপিসি'র প্রতিনিধিদল এতে অংশ নেন।

সম্মেলনে ভাষণ দেওয়ার সময় পাই মা ছি লিন বলেন, এশিয়া ও ইউরোপীয় দেশগুলোর উচিত বাস্তব সহযোগিতা জোরদার করা , যৌথ উন্নয়ন ও সমৃদ্ধি মজবুত করা, সবুজ উন্নয়ন সুবিধা লালন-পালন করা, পরিবেশ রক্ষা ও অবিরাম উন্নয়নকে এগিয়ে নেয়া, শান্তিপূর্ণ ও স্থিতিশীল উন্নয়ন পরিবেশ গড়ে তোলা, বিভিন্ন সভ্যতার পারস্পরিক শিক্ষণ জোরদার করা এবং উন্মুক্ত ও সহনশীল মানবিক পরিবেশ সৃষ্টি করা।

তিনি আরো বলেন, ইউরোপ ও এশীয় দেশগুলোর স্পিকার সম্মেলন ব্যবস্থাকে সমর্থন করে এনপিসি। 'এক অঞ্চল, এক পথ' কাঠামোতে বিভিন্ন দেশের সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রের যোগাযোগ ও সহযোগিতা জোরদার করতে চীন আগ্রহী বলেও জানান তিনি।

সম্মেলন চলাকালে তিনি পৃথক পৃথকভাবে তুরস্ক ও কাজাখস্তানের স্পিকারদের সঙ্গে সাক্ষাত্ করেন। দ্বিপাক্ষিক সম্পর্ক, আইন প্রণয়ন সংস্থা এবং অভিন্ন স্বার্থ জড়িত বিষয় নিয়ে মতবিনিময় করে দু'পক্ষ। (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040