জর্ডান ও ইসরাইলে দু'পক্ষের নতুন রাষ্ট্রদূত নিযুক্ত; দু'দেশের স্বাভাবিক সম্পর্ক পুনরায় শুরু
  2018-10-10 11:05:23  cri
অক্টোবর ১০: ইসরাইলে জর্ডানের নতুন নিযুক্ত রাষ্ট্রদূত ঘাসান মাজালি গতকাল (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এক মাস আগে জর্ডানে ইসরাইলের নতুন নিযুক্ত রাষ্ট্রদূত আমির ওয়েসব্রোদ জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহর কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন। জর্ডান ও ইসরাইলে দু'পক্ষের নিযুক্ত নতুন রাষ্ট্রদূত থেকে স্পষ্ট যে, দু'দেশের স্বাভাবিক সম্পর্ক পুনরায় শুরু হয়েছে।

গত বছরের ২৩ জুলাই জর্ডানে ইসরাইলের দূতাবাসে গুলিবর্ষণের ঘটনা ঘটে। দূতাবাসের একজন নিরাপত্তাকর্মী ও একজন জর্ডানির মধ্যে সংঘর্ষে ২জন জর্ডানিকে গুলি করে হত্যা করা হয় । দুর্ঘটনার পর জর্ডানে তত্কালীন ইসরাইলের রাষ্ট্রদূত এইনাত সিলেইন সন্দেহজনক নিরাপত্তাকর্মীকে নিয়ে ইসরাইলে চলে যান। এই ঘটনায় জর্ডানের জনগণ ব্যাপক মিছিল ও প্রতিবাদ করে।

এ বছরের জানুয়ারিতে জর্ডান জানায়, এই ঘটনায় জর্ডানের ক্ষমা চেয়েছে ইসরাইল। সেই সঙ্গে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আইনানুসারে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে ইসরাইল।

(ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040