স্থিতিশীলতা ও উন্নয়ন চীনের বিভিন্ন জাতির লোকদের মানবাধিকারের দৃঢ় নিশ্চয়তা
  2018-10-10 10:37:52  cri
অক্টোবর ১০: গতকাল (মঙ্গলবার) সুইজারল্যান্ডের জেনিভায় মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষণ সম্মেলনে অংশগ্রহণকারী চীনের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ লিউ লি লি সাংবাদিকদের সাক্ষাত্কার দেওয়ার সময় বলেন, চীনের বিভিন্ন জাতি চীনা সভ্যতা ও ইতিহাসের সৃষ্টিকারী, যা পুরোপুরি সমান অবস্থানে দাঁড়িয়ে আছে, সবাই পরিবারের ভাই বোনের মতো পরস্পরকে সহায়তা করে এবং একসাথে সুন্দর জীবন কাটায়।

লিউ আরো বলেন, বর্তমানে চীনের সংখ্যালঘু জাতি ও কিছু কিছু দূরবর্তী এলাকার অর্থনৈতিক উন্নয়নে কিছু দুর্বলতা রয়েছে, এতদাঞ্চলের উন্নয়ন বাস্তবায়ন করা চীন সরকারের সবচেয়ে বড় দায়িত্ব। চীনের বিভিন্ন জাতির ঐক্য ও অগ্রগতি এবং অভিন্ন সমৃদ্ধি ও উন্নয়ন হবে চীন সরকারের লক্ষ্যমাত্রা। অতি স্থিতিশীল পরিবেশে উন্নয়ন বাস্তবায়ন করা সম্ভব, তাই সন্ত্রাসবাদের ওপর আঘাত হানতে হবে এবং বিভিন্ন জাতির লোকদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। স্থিতিশীলতা ও উন্নয়ন হবে চীনের বিভিন্ন জাতির লোকদের মানবাধিকারের দৃঢ় নিশ্চয়তা। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040