বেইজিংয়ে অ্যাঙ্গোলার প্রেসিডেন্টের সঙ্গে সি চিন পিংয়ের বৈঠক
  2018-10-09 19:26:38  cri
অক্টোবর ৯: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (মঙ্গলবার) বেইজিংয়ে অ্যাঙ্গোলার সফররত প্রেসিডেন্ট জোয়াও ম্যানুয়েল গনসালভস লরেন্সোর সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে সি চিন পিং বলেন, চীন-আফ্রিকা সহযোগিতামূলক ফোরামের বেইজিং শীর্ষসম্মেলন চীন-আফ্রিকা ও চীন-অ্যাঙ্গোলা সম্পর্কের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে। দু'দেশের উচিত সক্রিয়ভাবে দ্বিপক্ষীয় সম্পর্কের দ্রুত ও ইতিবাচক উন্নয়নের লক্ষ্যে প্রচেষ্টা চালানো। চীন দু'দেশের ভবিষ্যত সহযোগিতার ওপর আস্থাশীল।

প্রেসিডেন্ট সি আরও বলেন, দু'দেশের উচিত রাজনৈতিক আস্থা ও উচ্চ পর্যায়ের আদান-প্রদান জোরদার করার পাশাপাশি, কৌশলগত যোগাযোগ বাড়ানো। চীন অ্যাঙ্গোলাকে নিজের উন্নয়ন-কৌশল বাছাই করতে সাহায্য করে যাবে বলেও তিনি উল্লেখ করেন।

জবাবে অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট বলেন, তাঁর দেশ চীনের সঙ্গে উচ্চ পর্যায়ের আদান-প্রদান বজায় রেখে আসছে। এতে দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর অ্যাঙ্গোলার গুরুত্বারোপ প্রতিফলিত হয়। দু'দেশের সহযোগিতা অ্যাঙ্গোলার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখেছে উল্লেখ করে তিনি আরও বলেন, চীনের সঙ্গে অবকাঠামো ও কর্মসংস্থান খাতে সহযোগিতার আরও জোরদার করতে ইচ্ছুক তাঁর দেশ। (রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040