চীন-মার্কিন সম্পর্কের জন্য ক্ষতিকর মন্তব্য বা কাজ করা থেকে বিরত থাকতে বেইজিংয়ের তাগিদ
  2018-10-09 18:41:43  cri

অক্টোবর ৯: চীনের বিরুদ্ধে অমূলক ও মিথ্যা অভিযোগ না-করতে বা চীন-মার্কিন সম্পর্কের জন্য ক্ষতিকর কোনো কাজ না-করতে ওয়াশিংটনকে তাগিদ দিল বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং আজ (মঙ্গলবার) এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না-করতেও মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান।

মুখপাত্র বলেন, মার্কিন নিবার্চন ও অভ্যন্তরীণ ব্যাপারে চীন হস্তক্ষেপ করছে বলে যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অগ্রহণযোগ্য। চীন কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে না এবং ভবিষ্যতেও করবে না।

যুক্তরাষ্ট্রের রফতানিপণ্যের ওপর চীনের অতিরিক্ত শুল্ক আরোপ আসন্ন মার্কিন নির্বাচনের ওপর প্রভাব ফেলতে পারে বলে যে-অভিযোগ তোলা হচ্ছে, সে-প্রসঙ্গে লু খাং বলেন, বাণিজ্য-যুদ্ধে কেউ বিজয়ী হতে পারে না। যুক্তরাষ্ট্রই বাণিজ্য-যুদ্ধ শুরু করেছে। চীন কেবল প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে মাত্র। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040